West Bengal Panchayat Elections 2023: নদিয়ায় বাহিনীকে লক্ষ্য করে ২০টি বোমা, পাল্টা পাঁচ রাউন্ড গুলি চালালেন জওয়ানরা

Mahadeb Kundu | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 08, 2023 | 2:30 PM

West Bengal Panchayat Elections 2023: এ দিন, হাতিশালা গ্রাম পঞ্চায়েত ও প্রাথমিক বিদ্যালয়ে বুথ কেন্দ্র তৈরি হয়েছে। এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ ওঠে সকাল থেকেই। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আনুমানিক প্রায় ২০টির বেশি বোমা ছোড়ে বাহিনীকে লক্ষ্য করে এমনটাই অভিযোগ।

West Bengal Panchayat Elections 2023: নদিয়ায় বাহিনীকে লক্ষ্য করে ২০টি বোমা, পাল্টা পাঁচ রাউন্ড গুলি চালালেন জওয়ানরা
গুলি ছুড়ল কেন্দ্রীয় বাহিনী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নদিয়া: বুথ কেন্দ্রে গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী। শনিবার ভোট শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েত ও প্রাথমিক বিদ্যালয়। এলোপাথাড়ি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। যার জেরে আতঙ্কে ভোট দিতেই আসতে পারছিলেন না এলাকাবাসী। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথ কেন্দ্রে গুলি চালায় জওয়ানরা।

এ দিন, হাতিশালা গ্রাম পঞ্চায়েত ও প্রাথমিক বিদ্যালয়ে বুথ কেন্দ্র তৈরি হয়েছে। এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগ ওঠে সকাল থেকেই। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আনুমানিক প্রায় ২০টির বেশি বোমা ছোড়ে বাহিনীকে লক্ষ্য করে এমনটাই অভিযোগ। সেই সময় আত্মরক্ষার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী শূন্যে পাঁচ রাউন্ড গুলি চালায় বলে সূত্র মারফত জানা গিয়েছে।

এ দিকে, আজ চাপড়াতে খুন হতে হয় এক ভোটারকে। ভোট দিতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। মৃতদেহটি চাপড়া গ্রামীণ হাসাপাতালে রাখা হয়। বিরোধীদের অভিযোগ, শাসকদলের কর্মীরা এ দিন বিভিন্ন বুথে বিরোধীদের ঢুকতেই দেননি। কোথাও ছাপ্পা ভোট, কোথাও আবার ভোট বন্ধ রেখেও বিক্ষোভ দেখানো হয়। এই পরিস্থিতিতে চাপড়ার একটি বুথে জোটের সঙ্গে তৃণমূল কর্মীদের ঝামেলা শুরু হয়। মূলত ভোটের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। সেই সময় একজন প্রতিবাদ করেন। তিনি সাধারণ ভোটার। তখনই বুথের সামনে গুলি চলে। প্রাণ যায় ওই ব্যক্তির।

Next Article