নদিয়া: ভোট গ্রহণ শেষ হলেও থামেনি হিংসা। রবিবার নদিয়ার নাকাশিপাড়ায় চলল গুলি। এই ঘটনায় এক সিপিএম কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অভিযোগ আছে আরও। গুলিবিদ্ধ হলেও দুষ্কৃতীদের ভয়ে হাসপাতালে না গিয়ে তিনি প্রায় ২ ঘণ্টা বাড়িতেই বসেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নাকাশিথানা পূর্ব পাড়া এলাকায়। আহতের নাম সাজ্জাদ মণ্ডল।
সোমবার পঞ্চায়েতে পুনর্নির্বাচন। সেইমতো ২৫২নম্বর বুথের পাটয়াভাঙা এলাকায় এদিন প্রস্তুতি চলছিল। প্রস্তুতিকাজ করতে বেরিয়েছিলেন সাজ্জাদও। সেসব সেরে ভাই তারিকুল মণ্ডলের সঙ্গে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, পাশের বাড়ির সামনে থেকে গুলি চালানো হয়। সাজ্জাদের দাবি, তিনি ভোটের দিন এলাকায় সন্ত্রাস ও ভোট লুঠের প্রচেষ্টা রুখে দেন। সে কারণেই ‘টার্গেট’ করা হয়েছে বলে অভিযোগ তাঁর। পায়ে গুলি লাগে।
সাজ্জাদ জানান, ভয়ে বাইক ফেলে বাড়ির পাঁচিল টপকে বাড়ি ঢুকে পড়েন। ডান পায়ে গুলি গিয়ে লাগে। তবে ভয়ে দিনের আলোয় হাসপাতালে যেতে পারেননি। সন্ধ্যার পর বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সাড়ে ৭টা নাগাদ বেথুয়াডহরি হাসপাতালে আসেন তিনি। তবে প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
ভোটের দিনও সন্ত্রাসের অভিযোগ উঠেছিল এই জেলায়। চাপড়ায় ভোট দিতে গিয়ে এক ভোটার মারা যান। সোমবার অর্থাৎ আগামিকাল জেলায় জেলায় যে পুনর্নির্বাচন হবে, সেখানে নদিয়া জেলার ৮৯টি বুথে আবারও ভোটগ্রহণ হবে। ভোটের আগের দিন আবারও উত্তপ্ত হল জেলা।