নদিয়া: বাড়ির সামনের জলাশয় থেকে উদ্ধার হয়েছিল স্বামীর দেহ। সেই ঘটনায় মৃতদেহ উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সেই জিজ্ঞাসাবাদেই সন্দেহ হয় পুলিশের। লাগাতার স্ত্রীকে জেরা করতে-করতে খোলে পোল। পুলিশি জেরায় স্ত্রী স্বীকার করে নেন তিনিই খুন করেছে স্বামীকে। তারপর…
নদিয়ার (Nadia) ধানতলা থানার দত্তপুলিয়ার ঘটনা। সেখানে পুকুরের মধ্যে থেকে উদ্ধার হয় স্বামীর দেহ। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে ঘটনা পুনর্নির্মাণে পৌঁছয় দল। পরে স্ত্রীকে জেরা করতেই তিনি স্বীকার করেন খুন করেছেন কারণ তাঁর অভিযোগ মদ্যপ স্বামী লাগাতার তার উপর অত্যাচার করত। সেই অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীকে খুন করেছেন তিনি।
পুলিশি জেরায় অভিযুক্ত মহিলা জানান, প্রথমে ঘুমের ওষুধ খাওয়ান স্বামীকে। তারপর রড দিয়ে মাথায় আঘাত করেন। পরে পুকুরে ফেলে দেন। এ দিন অভিযুক্ত স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে রানাঘাট মহকুমা আদালতে তুলে দেয়। তার সাতদিনের পিসি হয়। গোটা ঘটনায় আর কেউ জড়িত কি না তা জানতে তদন্ত শুরু হয়েছে।
এই বিষয়ে ওই এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওর বৌ আমাদের বাড়ি এসে বলে যে স্বামীকে খুঁজে পাচ্ছে না। সেই ভাবে আমরা আসলাম। তারপর দেখি কলের পাড়ে রক্ত পড়ে রয়েছে। এরপর দেখি পুলিশ আসে। সেই সময় শুধু রক্তই দেখতে পেয়েছি। পরে শুনি ওই ভদ্রলোক মারা গেছে।’