AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: তৃণমূলের প্রতিনিধি দলকে ‘চোর’ স্লোগান জনতার, এগরার ঘটনায় কর্মীদের ‘শিক্ষা’ নিতে বললেন অর্জুন

Arjun Singh: বস্তুত, বুধবার দলের কর্মীদের মানস ভুঁইয়া,দোলা সেন,সৌমেন মহাপাত্র, বিপ্লব রায় চৌধুরীরা পৌঁছন এগরায়। তৃণমূলের প্রতিনিধি দল বিস্ফোরণস্থলে পা রাখতেই ফুঁসে ওঠে গ্রাম।

Arjun Singh: তৃণমূলের প্রতিনিধি দলকে 'চোর' স্লোগান জনতার, এগরার ঘটনায় কর্মীদের 'শিক্ষা' নিতে বললেন অর্জুন
অর্জুন সিং।
| Edited By: | Updated on: May 18, 2023 | 8:24 AM
Share

ব্যারাকপুর: পূর্ব মেদিনীপুরের এগারার (Egra Blast) ভয়াবহ বিস্ফোরণের ছবি এখনও স্পষ্ট অনেকের স্মৃতিতে। সেই ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার মমতার সুরেই সুর মেলালেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। জুট মিলে আয়োজিত শ্রমিক সভায় থেকে অর্জুন এগরা থানার পুলিশকে কাঠগড়ায় তুলে বলেন, “পুলিশ নিষ্কৃয় সেই কারণেই এমন ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন।” এখানেই শেষ নয় দলের কর্মীদের পাশাপাশি ব্যারাকপুর থানার পুলিশকে এই ঘটনা থেকে শিক্ষাও নিতে বলেন।

বস্তুত, বুধবার দলের কর্মীদের মানস ভুঁইয়া,দোলা সেন,সৌমেন মহাপাত্র, বিপ্লব রায় চৌধুরীরা পৌঁছন এগরায়। তৃণমূলের প্রতিনিধি দল বিস্ফোরণস্থলে পা রাখতেই ফুঁসে ওঠে গ্রাম। চারপাশ থেকে ওঠে ‘চোর চোর’ স্লোগান। ভিড়ের মধ্যেই চরম অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতা-নেত্রীরা। শেষমেশ ধরেন ফিরতি পথ। শুধু তাই নয়, বিস্ফোরণের দিন অর্থাৎ মঙ্গলবার ঘটনাটির পর এগরা থানার পুলিশ যখন পৌঁছয় সেই সময়ও তাদের জনতার রোষের মুখে পড়তে হয়। গ্রামবাসীরা বারংবার দাবি করেন যে বিস্ফোরণের ঘটনা আগে একাধিকবার ঘটলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। মূল অভিযুক্ত ভানু বাগ (Bhanu Bag) জামিনে মুক্ত হয়ে পুলিশকে মাসোয়ারা দিয়ে চুপ করিয়ে রাখত। ফলে, ঘটনার দিন পুলিশ পৌঁছতেই ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। রীতিমত তাড়া করে এলাকা থেকে বের করে দেওয়া হয় পুলিশকে।

সেই ঘটনার কথা পুনরায় মনে করিয়ে অর্জুন গতকাল বলেন, “এগরায় মানস ভুঁইয়া এবং দোলা সেনের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পুলিশকে আরও সক্রিয় হতে হবে। না হলে এই ঘটনা বারে বারে ঘটবে।”