Egra Blast LIVE: রকেট পরীক্ষা করতে গিয়েই বিস্ফোরণ, এগরার তদন্তে উঠে এল নতুুন তথ্য
Egra Balst: সূত্রের খবর, এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। অবৈধভাবেই বাজি প্রস্তুত হচ্ছিল ওই কারখানায়। বাজি তৈরির বিপুল মশলা মজুত থাকায় বিস্ফোরণ ঘটে।
এগরা: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা (Egra)। একাধিক ব্যক্তির মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। খবর পাওয়া যাচ্ছে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে দেহ। বাজি কারখানার আড়ালে কি বোমা তৈরি হচ্ছিল? ইতিমধ্যে তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ। এর আগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে একইভাবে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। আবারও তার পুনরাবৃত্তি হল এগরায়।
সূত্রের খবর, এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। অভিযোগ, অবৈধভাবেই বাজি প্রস্তুত হচ্ছিল ওই কারখানায়। বাজি তৈরির বিপুল মশলা মজুত থাকায় বিস্ফোরণ ঘটে। যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট সেই কারণে প্রশ্ন উঠেছে এটি অবৈধ বাজি কারখানা নাকি বৈধ কারখানা নাকি বাজি কারখানার আড়ালেই চলছিল বোমা বাধার কাজ খতিয়ে দেখছে পুলিশ।
এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, “আমি ঘটনাস্থলে যাচ্ছি. বাজি কারখানা ছিল বলেই খবর পেয়েছি। পুলিশ আগেই তল্লাশি করে বন্ধ করেছিল। তারপরও লুকিয়ে চলছিল। কতজন মারা গিয়েছেন এখন বলতে পারব না। খুবই খারাপ লাগছে। প্রশাসনকে বলব কড়া হাতে দমন করতে। আমি বিধায়ক হওয়ার পর এই প্রথম এই ঘটনা। আমি আগেই নির্দেশ দিয়েছিলাম। পুলিশও টহলদারি করেছে। কিন্তু গোপনে হয়ত চলছিল।” স্থানীয় বিজেপি নেতা অসীম মিশ্র বলেন, “এর আগে এগরাতে আরবিসি অঞ্চলে বোমা বিস্ফোরণ হয়েছে। সেটাকে বাজি বিস্ফোরণ বলে চালিয়েছেন। আজ এগারাতে বিস্ফোরণ হল। আসলে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি উঠে যাচ্ছে। সেই কারণে এলাকায় আতঙ্ক তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছে। আমরা চাই এনআইএ তদন্ত করুন। এরপর তৃণমূল নেতা আর পুলিশ বলবে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে।”
LIVE NEWS & UPDATES
-
রকেট বাজি টেস্ট করতে গিয়েই বিপর্যয়!
রকেট বাজি টেস্ট করতে গিয়েই বিপর্যয় হয়েছে বলে দাবি প্রাথমিক তদন্তে। আহত এবং ওই কারখানায় কাজ করে এমন কয়েকজনের বয়ান থেকে এমনটাই জানতে পেরেছে পুলিশ। বেআইনি বাজি কারখানার পাশে ফাঁকা ধান মাঠে রকেট বাজি টেস্ট করা হচ্ছিল। হঠাৎ হাওয়ার ধাক্কায় রকেট অভিমুখ পরিবর্তন করে কারখানার দিকে চলে আসে। তার জেরেই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে।
-
এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ২
এগরা বিস্ফোরণকাণ্ডে (Egra Blast) দু’জনকে গ্রেফতার করল এগরা থানার পুলিশ। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। এই ঘটনায় ইতিমধ্যে তদন্তে নেমেছে সিআইডি (CID)। মঙ্গলবার, এই ঘটনায় এগরা থানার আইসিকে শোকজ করতে বলেন খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত ভানু কীভাবে জামিন পেলেন তা জানতে চান মমতা। এরপরই আইসি-কে শোকজ করা হয়। অপরদিকে পুলিশের ভূমিকা নিয়ে আগে থেকেই ক্ষোভ উগরে দেন এলাকাবাসীর। এই সবের মধ্যেই এবার পুলিশের হাতে গ্রেফতার দু’জন।
বিস্তারিত পড়ুন: Egra Blast: এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ২, বারুদ মজুত করার দায়িত্বে ছিল দেবসুন্দর ও তপনের
-
-
এগরার বিস্ফোরণস্থলে পৌঁছলেন শুভেন্দু
এগরার বিস্ফোরণস্থলে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন, সকাল ১১টা নাগাদ পৌঁছন সেখানে। বিরোধী দলনেতা পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন শোকাহতরা। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা। গ্রামবাসীরা পুলিশের ভূমিকা নিয়েও শুভেন্দু অধিকারীর কাছে ক্ষোভ উগরে দেন।
এ দিন বিরোধী দলনেতা বলেন, “আমরা এনআইএ তদন্তের দাবি করছি। সেন্ট্রাল ফরেন্সিক টিমকে তদন্ত করতে হবে। নয়ত এগরা থানা প্রমান লোপাটের চেষ্টা করবে। পুলিশের সঙ্গে ভাগ বাটোয়ারা ছিল। এগরা থানার আইসি (IC) ৫০ হাজার করে টাকা করে নিতেন। এই পুলিশ মন্ত্রীর এক মিনিটও চেয়ারে থাকা উচিৎ নয়। এই মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী দায়ী। তাঁর বিরুদ্ধে লড়াই হবে।”
-
বাড়িতেই লুকিয়ে-লুকিয়ে পোড়া শরীরের চিকিৎসা করাচ্ছেন ভানু
সূত্রের খবর, সাহারা গ্রাম লাগোয়া ওড়িশার একটি গ্রামের বাড়িতে লুকিয়ে রয়েছেন ভানু বাগ। পুলিশের নজর এড়াতে বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন। সেই বাড়ির হদিশের চেষ্টা করছে পুলিশ। ইতি মধ্যেই পুলিশ পৌঁছে গিয়েছে ওড়িশা। খোঁজ নেওয়া হচ্ছে বালেশ্বর জেলায়। কটকের সরকারি বেসরকারি হাসপাতাল গুলিতেও চলছে তল্লাশি।
বিস্তারিত পড়ুন: পোড়া শরীর নিয়েই বাইকে চড়েন ভানু, অগ্নিদগ্ধ অবস্থাতেই ওড়িশায় পগারপার অভিযুক্ত
-
SSKM-এর বার্ন ইউনিটে চলছে দুই আহতর চিকিৎসা
এগরা বিস্ফোরণে দু’জনের অবস্থা সঙ্কটজন। তাঁরা SSKM-এ ভর্তি রয়েছেন। বার্ন জখম দু’জনের নাম পিঙ্কি মাইতি ও রবীন্দ্র মাইতি। সারাদেহ পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দু’জনের একাধিক অঙ্গ। বার্ন ইউনিটে চিকিৎসাধীন তাঁরা। তাঁদের সুস্থ করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দুজনের চিকিৎসায় গঠন করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের দল।
-
-
আর কিছুক্ষণ পর ঘটনাস্থলে ফরেন্সিক দল
এগরা বিস্ফোরণকাণ্ডে আজ ঘটনাস্থলে পৌঁছবেন ফরেন্সিক দল। সকাল ১০টা নাগাদ পৌঁছতে পারেন তাঁরা। অপরদিকে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুর ২টো নাগাদ সেখানে যাবেন তিনি। টুইটে লিখে সেই বিষয়টি জানিয়েছেন শুভেন্দু।
I would be visiting the Khadikul Village under the Sahara Panchayat Area in Egra; Purba Medinipur, between 10 am to 10.30 am today, on my way to Simlapal; Bankura district. The Khadikul Village is the cursed place where the gruesome explosion yesterday, resulted in charred body…
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 17, 2023
-
ঘটনাস্থলে জেলাশাসক
ঘটনাস্থলে এলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি।
-
কারখানার অন্য পাশে থাকা গোপন কুঠুরির হদিশ পেল পুলিশ
বিস্ফোরণের ঘটনার ৯ ঘণ্টা পড়ে কারখানার অন্য পাশে থাকা গোপন কুঠুরির হদিশ পেল পুলিশ। এই কুঠুরিতে এখনও মজুত প্রচুর পরিমাণ বারুদ। হদিশ পাওয়ার পর তড়িঘড়ি কুঠুরির মুখ ঢেকে জায়গা ঘিরলো পুলিশ। সিআইডি-র এক্সপার্টরাও দেখলেন।
-
ঘটনাস্থলে CID
ঘটনাস্থলে এল সিআইডি-র তিন সদস্যের প্রতিনিধি দল।
-
ঘটনাস্থলে DIG পশ্চিমাঞ্চল
আরও বাড়ছে উদ্বেগ। ঘটনাস্থলে এলেন ডিআইজি পশ্চিমাঞ্চল।
-
এনআইএ তদন্ত করে বিচার হলে হোক, আমাদের আপত্তি নেই: মুখ্য়মন্ত্রী
মুখ্যমন্ত্রী বলেন, “আমার বন্ধুরা এনআইএ তদন্তের দাবিতে চিৎকার করছে, তাতে আমার কোনও আপত্তি নেই। আমাদের কেউ এ ব্যাপারে জড়িত নয়। এনআইএ তদন্ত করে বিচার হলে হোক, আমাদের আপত্তি নেই। তবে আসল ব্যক্তি যেন ধরা পড়েন। কীভাবে তিনি জামিন পেলেন, তা জানতে হবে”
-
২ মাস আগে বিজেপি পঞ্চায়েত তৈরি করেছে, ওদের খবর রাখা উচিত ছিল: মমতা
সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ওডিশা সীমান্তে ঘটেছে। যিনি মালিক তাঁকে আগেই গ্রেফতার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিন পেয়ে যান। গত কয়েকদিন হল বেআইনিভাবে ফের শুরু করেছিলেন। এরকম কিছু বাজি কারখানা এসব দিকে আছে। স্থানীয় লোকজন কাজ করে। যদি সমস্যা হয়, তখন সেই দায় তাঁদেরই নিতে হয়। ২ মাস আগে বিজেপি পঞ্চায়েত তৈরি করে, তাদের খবর রাখা উচিত ছিল যে আবার নতুন করে এসব হচ্ছে। মালিক ওডিশার দিকে পালিয়ে গিয়েছে।”
বিস্তারিত পড়ুন: ‘২ মাস আগে বিজেপি পঞ্চায়েত তৈরি করে, তাদের খবর রাখা উচিত ছিল’, এগরা নিয়ে বিস্ফোরক মমতা
-
খুব শীঘ্রই CID তদন্তভার হাতে নেবে: এসপি
এই বিষয়ে পুলিশ সুপার বলেন,”আগেও তদন্ত হয়েছে। ওই বাজি কারখানা বেআইনিভাবে চলছিল। ওরা লুকিয়ে এই কারখানা চালাচ্ছিল। ভানু বাগ এর আগেও গ্রেফতার হয়েছিল। মোট তিনজনের মৃত্যু হয়েছে। সাতজন আহত হয়েছেন। এদের সকলের পাশে রাজ্য সরকার রয়েছে। যাঁরা আহত তাঁদের স্পেশ্যাল ট্রিটমেন্ট দেওয়া হবে। আপাতত আমাদের কাছে যা খবর রয়েছে সিআইডি তদন্তভার হাতে নিতে পারবে। বাকি সকল আইনি পদক্ষেপ পুলিশ করছে। ফরেন্সিক দলকে জানানো হয়েছে। বাজি কারখানাতে যারা কাজ করতেন তাঁরাই মারা গিয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলবে।”
-
বোমা বিস্ফোরণের এক ঝলক
-
তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ?
সূত্রের খবর, এ দিনের বিস্ফোরণটি স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে হয়েছে। প্রথমে খবর পাওয়া গিয়েছিল এটি একটি বাজির কারাখানা। সম্ভবত আড়ালে রমরমিয়ে তৈরি করা হচ্ছিল বোমা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাঁদের সরিয়ে দেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে খবর মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ জন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, কুড়ি থেকে পঁচিশ জনের মৃত্যু হয়েছে।
-
এগরা বিস্ফোরণের জের, অমিত শাহ চিঠি পাঠালেন সুকান্ত
এগরায় বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি জানিয়ে স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
In Egra block, East Medinipur, a huge bomb blast took place in which several people have lost life & many injured.
This happened in the factory of a TMC leader where bombs were being made.
This raises serious law and order situation before the Panchayat election in the WB.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 16, 2023
Published On - May 16,2023 1:51 PM