Barasat: কেন তাঁদের অযোগ্য ঘোষণা করল? আদালতে যাওয়ার হুঁশিয়ারি TMC নেতার ছেলে ‘দাগি’ নাজিবুল্লার
Barasat SSC Tainted List: শনিবারই 'দাগি'দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাতে ১৮০৬ জনের নাম রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের এই তালিকা আপলোড করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এটাই চূড়ান্ত তালিকা। এতে নবম, দশম, একাদশ ও দ্বাদশের শিক্ষকদের নাম আছে।

উত্তর ২৪ পরগনা: বারাসত ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূলের সভাপতি মহম্মদ ইসাদের ছেলে নাজিবুল্লার নাম রয়েছে SSC-র দাগি তালিকায়। কিন্তু পাল্টা নাজিবুল্লারই প্রশ্ন, SSC কীসের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করল? কেন, কোন তথ্য দেখে তাঁদেরকে অযোগ্য ঘোষণা করল SSC? প্রশ্ন ‘দাগি’ শিক্ষক নাজিবুল্লার। তাঁর বক্তব্য, OMR শিট যেখানে নষ্ট হয়ে গিয়েছে, তাহলে অযোগ্যদের তালিকা প্রকাশ করল কীভাবে SSC? এই তালিকা নিয়ে এবার আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিলেন তিনি।
নাজিবুল্লা বলেন, “আমার চাকরি পাওয়ার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এগুলো বিরোধীদের অপপ্রচার। রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। চার আনা পয়সাও যদি কাউকে চাকরি দেওয়ার জন্য দিয়ে থাকি, যদি প্রমাণ করতে পারেন, তাহলে যা সাজা দেবে আদালত, মাথা পেতে নেব।” জানা গিয়েছে, মহম্মদ ইসাদের ছোট ছেলে কোটরা গ্রাম পঞ্চায়েতের প্রধান।
প্রসঙ্গত, শনিবারই ‘দাগি’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তাতে ১৮০৬ জনের নাম রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দাগিদের এই তালিকা আপলোড করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এটাই চূড়ান্ত তালিকা। এতে নবম, দশম, একাদশ ও দ্বাদশের শিক্ষকদের নাম আছে। এরপর আর কোনও তালিকা প্রকাশিত হবে না বলে কমিশন সূত্রের খবর। বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট এক সপ্তাহের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। শুক্রবার রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শনিবারই তালিকা প্রকাশ করা হবে। সেই অনুযায়ী তালিকা প্রকাশিত হয়। যদিও তালিকা প্রকাশের পর চাকরিহারা চিন্ময় মণ্ডল বলেন, তালিকায় যে এই সংখ্যা ও এই নাম থাকবে তা তাঁরা আগেই জানতেন।
