AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barrackpur: বেসরকারি হাসপাতালে ঢুকে আঙুল উঁচিয়ে হুমকির অভিযোগ কৌস্তভের বিরুদ্ধে

Barrackpur: ঘটনাটি ঘটেছে চিকিৎসক দিবসেই। বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালের ভিডিয়ো এসেছে সামনে। ওই হাসপাতালে একজন হৃদরোগে আক্রান্ত ব্যক্তি আসেন। পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, সব চেষ্টার পরও সেই রোগীকে বাঁচানো যায়নি।

Barrackpur: বেসরকারি হাসপাতালে ঢুকে আঙুল উঁচিয়ে হুমকির অভিযোগ কৌস্তভের বিরুদ্ধে
কৌস্তভ বাগচীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 02, 2025 | 5:29 PM
Share

উত্তর ২৪ পরগনা: নার্সিংহোমে ঢুকে হুমকির অভিযোগ। কাঠগড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচী। অভিযোগ, স্বাস্থ্যকর্মীদের প্রকাশ্যে হুমকি, গালিগালাজ করেন তিনি। এমনকি আঙুল উঁচিয়ে ধমক দেন RMO-কেও। ICU-তেও একজনকে মারধরের অভিযোগ উঠেছে কৌস্তভের বিরুদ্ধে।

জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে চিকিৎসক দিবসেই। বারাকপুরের একটি বেসরকারি হাসপাতালের ভিডিয়ো এসেছে সামনে। ওই হাসপাতালে একজন হৃদরোগে আক্রান্ত ব্যক্তি আসেন। পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, সব চেষ্টার পরও সেই রোগীকে বাঁচানো যায়নি। জানা যায়, ওই রোগী কৌস্তভ বাগচীর পরিচিত। অভিযোগ, এরপরই কৌস্তভ হাসপাতালে ঢুকে হম্বিতম্বি করেন। তাঁর অভিযোগ, রোগীকে অন্যত্র স্থানান্তরের জন্য তাঁরা প্রক্রিয়া চালাচ্ছিলেন, সে সময়ে রোগীর অক্সিজেনের নল খুলে দেওয়া হয়। যদিও অভিযোগ অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, তাঁরা অনেকবার বোঝানোর চেষ্টা করেন, ঠিক কী হয়েছিল। কিন্তু কৌস্তভ বাগচী কোনও কথাই শুনতে চাননি বলে পাল্টা দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

ইতিমধ্যেই এই ঘটনায় মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি করছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। তাঁরা অভিযোগ জানাতে চলেছেন। যদিও কৌস্তভ বাগচীর বক্তব্য, “RMO বলছে আমি জানি না নার্স-টেকনিশিয়ান কেউই দায় নিচ্ছেন না। একটা লোকের জীবন চলে গেল। ওই মুহূর্তে তো ঠান্ডা মাথায় কথা বলা যায় না।”