Basirhat School: চাপ চাপ রক্তের দাগ, ভয়ে কাঁপছে খুদেরা, স্কুলেই কী ঘটল এসব!

Basirhat School: আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষিকা-পড়ুয়া-অভিভাবকরাও। বসিরহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Basirhat School: চাপ চাপ রক্তের দাগ, ভয়ে কাঁপছে খুদেরা, স্কুলেই কী ঘটল এসব!
বসিরহাটের এই স্কুলে আতঙ্ক
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2022 | 12:55 PM

উত্তর ২৪ পরগনা: যেখানে মিড মিল রান্না হয়, সেখানে চাপ চাপ রক্ত। প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ঘরে রক্তের ছড়াছড়ি,ঘটনাস্থলে পুলিশ। ছুটি দেওয়া হল স্কুল। বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বসিরহাট প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো দশটা বাজতেই খুলে গিয়েছিল বিদ্যালয়ের গেট। শিক্ষক-শিক্ষিকারা আসতে শুরু করেছিলেন। স্কুলে এসে গিয়েছিল অনেক খুদে পড়ুয়াও। প্রথমে পড়ুয়া ও তাদের অভিভাবকদের নজরে বিষয়টা পড়ে।

মিড ডে মিলের ঘরে রাঁধুনি ঢুকতেই চমকে ওঠেন। ঘরের মেঝেতে দেখতে পান চাপ চাপ রক্তের দাগ। শুকিয়ে তা কালচে হয়েছে। রক্তের ছোপ দেখে আঁতকে ওঠেন রাঁধুনি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের খবর দিতেই তাঁরা গিয়ে সেই দাগ দেখতে পান।

দাগ দেখে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষিকা-পড়ুয়া-অভিভাবকরাও। বসিরহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। যান বসিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত। আতঙ্ক যাতে ছাত্রছাত্রীদের মধ্যে না ছড়ায়, বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও শিক্ষক শিক্ষিকাদের স্কুল ছুটি দিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। এদিনের জন্য বসিরহাট প্রাথমিক বিদ্যালয় ছুটির ঘোষণা করেছেন।

ওই দাগের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আদৌ সেটি রক্তের দাগ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।