Bomb Recover: রবীন্দ্র জয়ন্তীর মালা কিনতে বেরিয়েছিলেন, তার আগে সিঁড়িতে চোখ পড়তেই হুলস্থুল কাণ্ড বিজ্ঞানীর বাড়িতে

Basirhat: জানা গিয়েছে, রবীন্দ্রজয়ন্তী পালন করার জন্য সোমবার সকালে ফুলের মালা কিনতে বাড়ি থেকে বের হন শ্যামসুন্দর বাবু।

Bomb Recover: রবীন্দ্র জয়ন্তীর মালা কিনতে বেরিয়েছিলেন, তার আগে সিঁড়িতে চোখ পড়তেই হুলস্থুল কাণ্ড বিজ্ঞানীর বাড়িতে
বোমা উদ্ধার (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2022 | 10:17 AM

বসিরহাট: আজ রবীন্দ্র জয়ন্তী। সেই কারণে বাড়ি থেকে সকাল বেলা ফুলের মালা কিনতে বেরিয়েছিলেন। সিঁড়ি থেকে নামতেই আঁতকে উঠলেন। সকাল-সকাল এ কী!

সাত সকালে ইসরোর বিজ্ঞানীর বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার বসিরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডে সাঁইপালার বাসিন্দা শ্যামসুন্দর দত্ত। তাঁর দাদা ইসরোর বিজ্ঞানী। শ্যামসুন্দর বাবুর বাড়ির বাইরের সিঁড়ি থেকে সোমবার একটি বোমা উদ্ধার করলো পুলিশ।

জানা গিয়েছে, রবীন্দ্রজয়ন্তী পালন করার জন্য সোমবার সকালে ফুলের মালা কিনতে বাড়ি থেকে বের হন শ্যামসুন্দর বাবু। তখনই বাড়ির সিঁড়িতে একটি তাজা বোমা দেখতে পান তাঁর বাড়ির লোকজন। এবার সিঁড়িতে এমন একটি তাজা বোমা পড়ে আছে দেখে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

রাতের অন্ধকারে কেউ বা কারা এসে ওই বোমাটি রেখে গিয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য খতিয়ে দেখছে তারা। শ্যমসুন্দর বাবু বলেন, “আমি প্রতিদিন ভোরেই উঠি। আজও উঠেছি। রবীন্দ্র নাথের জন্মদিনের জন্য মালা আনতে যাব। সেই কারণে গাড়ি বের করি। গাড়ি আসার পর চোখ পড়ে যে বাড়ির বাইরে একটি বোমা পড়ে রয়েছে। তারপর আমি প্রতিবেশীদের ডাকি। এরপর পুলিশকে খবর দিই। পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে যায়।”

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাজা বোমা উদ্ধার হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তার মধ্যে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের খবর সামনে এসেছে। একসঙ্গে ১৪টি তাজা বোমা উদ্ধার হয় মুর্শিদাবাদের সেকেন্দ্রা এলাকা থেকে। এর আগে মার্চ মাসের ২৯ তারিখ ঠিক একই জায়গা থেকে বোমা উদ্ধার করেছিল পুলিশ। এরপর ১০ এপ্রিল লিচু বাগান থেকে ওই বোমাগুলি উদ্ধার হয় বলে খবর। স্থানীয় সূত্রে খবর, সকালে এলাকাবাসী প্রথম লিচু বাগানটিতে বোমা দেখতে পান। তখনই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। সঙ্গে-সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ। এলাকা ঘিরে রাখে তারা। বম্ব স্কোয়াডকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে এলাকায় এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।