Naihati: একটা আম পাড়ার অপরাধে এত পেটাল যে মরেই গেল ছেলেটা…! সকাল থেকে জ্বলছে আগুন
Naihati: গ্রামবাসীরা জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে আম পাড়তে গিয়েছিল সুদীপ্ত। তাকে ধরে ফেলে আম বাগানের রক্ষী ফারহাদ মণ্ডল। অভিযোগ খুব মারধর করা হয় সুদীপ্তকে।

নৈহাটি: মামার শ্রাদ্ধে যোগ দিতে নৈহাটিতে এসেছিল কিশোর। পাশের বাগানে অনেক আম ফলেছে দেখে ছুটে গিয়েছিল সেখানে। তবে আম পাড়ার দাম যে এভাবে দিতে হবে, তা তার জানা ছিল না। একটা আমের জন্য প্রাণ দিয়ে মূল্য চোকাতে হল ১৭ বছরের কিশোরকে! এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ল গোটা গ্রাম।
নৈহাটির আটিসাড়া গ্রামের ঘটনা। আম পাড়ার অপরাধে সুদীপ্ত পণ্ডিত নামে এক ১৭ বছরের কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে আমবাগানের প্রহরারত কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত কর্মীর নাম ফারহাদ মণ্ডল। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তারপরও উত্তপ্ত গোটা গ্রাম। আমের বাগানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, বন্ধুদের সঙ্গে আম পাড়তে গিয়েছিল সুদীপ্ত। তাকে ধরে ফেলে আম বাগানের রক্ষী ফারহাদ মণ্ডল। অভিযোগ খুব মারধর করা হয় সুদীপ্তকে। পরে তাকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর এলাকায় পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।





