Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chinsurah: দোলের দিন মোটেও এই সব করা যাবে না, বড় নির্দেশ দিল পুলিশ

Chinsurah: ১৪ ও ১৫ মার্চ, অর্থাৎ দোল ও হোলির দিন, হুগলি চুঁচুড়া পুরসভার অন্তর্গত সমস্ত গঙ্গার ঘাটে স্নান করা প্রশাসনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে চুঁচুড়ার বিভিন্ন ঘাটে মাইকিং করা হচ্ছে।

Chinsurah: দোলের দিন মোটেও এই সব করা যাবে না, বড় নির্দেশ দিল পুলিশ
হোলিতে করা যাবে না এই কাজ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2025 | 1:52 PM

চুঁচুড়া: শুক্রবার দোল। রঙের উৎসবে মাতবে গোটা বাংলা। তবে এই দিন বাড়ে মদ্যপদের দাপাদাপিও। সেই কারণে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ। বিগত কয়েক বছরের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে দোল ও হোলি উৎসব উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি চুঁচুড়া পুরসভা প্রশাসনিক নির্দেশিকা জারি করেছে দোলের দিন গঙ্গায় নামার ক্ষেত্রে।

১৪ ও ১৫ মার্চ, অর্থাৎ দোল ও হোলির দিন, হুগলি চুঁচুড়া পুরসভার অন্তর্গত সমস্ত গঙ্গার ঘাটে স্নান করা প্রশাসনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে চুঁচুড়ার বিভিন্ন ঘাটে মাইকিং করা হচ্ছে। যাতে ওই দুদিন কেউ দোল খেলে মদ্যপ অবস্থায় গঙ্গায় না নামে। বিগত কয়েক বছরের দোল ও হোলির দিন মদ্যপ অবস্থায় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছেন বহু মানুষ। সেই থেকেই শিক্ষা নিয়ে এবছর গঙ্গায় নামা নিষিদ্ধ করেছে পুরসভা ও প্রসাশন।

হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী জানান,”সকলে প্রশাসনিক নির্দেশিকা মেনে পুরসভার কর্মী ও প্রশাসনিক ভলেন্টিয়ারদের গঙ্গার ঘাটগুলিতে মোতায়েন করা হবে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখা হবে। তিনি এও বলেন, “পবিত্র রমজান মাসও চলছে। তাই সকলের উচিত সহমর্মিতার মাধ্যমে উৎসব উদযাপন করা। পুরসভার পক্ষ থেকে শহরে জলের পরিষেবা যথারীতি স্বাভাবিক রাখা হবে। যাতে উৎসবে কোনও অসুবিধা না হয়। গঙ্গার জল পুজোর জন্য ব্যবহার করা যেতে পারে। তবে রং মেখে গঙ্গায় স্নান করা নিষিদ্ধ।”