Sandeshkhali: গোয়ালঘরে ঠান্ডা পানীয়ের বোতল, দুই যুবকের গতিবিধিতেও সন্দেহ, সন্দেশখালিতে তরুণীর মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Dec 07, 2024 | 5:07 PM

Sandeshkhali: শনিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ প্রতিবেশীরা তরুণীর দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। মামার স্পষ্ট দাবি, ভাগ্নিকে খুন করা হয়েছে। যে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে তার পাশে একটি গোয়ালঘর রয়েছে। সেখানে এদিন দুপুরে ঠান্ডা পানীয়ের বোতল পাওয়া গিয়েছে।

Sandeshkhali: গোয়ালঘরে ঠান্ডা পানীয়ের বোতল, দুই যুবকের গতিবিধিতেও সন্দেহ, সন্দেশখালিতে তরুণীর মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
চাপা উত্তেজনা এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

ন্যাজাট: ন্যাজাটের কালীনগরের ঘোষপুরে তরুণীর মৃত্যুতে পরতে পরতে রহস্য। যে পুকুরে একদিন আগেও চিরুনি তল্লাশি চালিয়েও তরুণীর খোঁজ মেলেনি সেখান থেকেই কী করে দেহ উদ্ধার হল তা নিয়ে উঠছে প্রশ্ন। পরিবার সূত্রে খবর, বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন আদিবাসী তরুণী। বাড়ি থেকে সাতশো মিটার দূরে বিকেল চারটের সময় ছাগল চরাতে গিয়েছিলেন। তারপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি তরুণীর। 

তবে যে সময় তিনি ছাগল চরাতে গিয়েছিলেন সেই সময় মাও সঙ্গে ছিলেন। খানিকক্ষণ পর মা অন্য কাজের জন্য গোয়ালঘরে চলে আসেন। স্কুল থেকে ফিরে মৃতার বোন জানান, দিদি মাঠে নেই। বাড়িতেও নেই। মেয়ের খোঁজ না পেয়ে মৃতার মামা আশিস মণ্ডলকে ফোনে খবর দেন। ভাগ্নির নিখোঁজ হ‌ওয়ার খবর পেয়ে ঘোষপুরে পৌঁছে পাড়ার লোকজনকে নিয়ে তল্লাশি শুরু করেন আশিস। শনিবার যে পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়, সেই পুকুরে চিরুনি তল্লাশি চালিয়েও বুধবার ভাগ্নীর খোঁজ মেলেনি। এখানেই বাড়ছে রহস্য। তবে কী এই সময়ের মধ্যে কেউ দেহ ফেলে রেখে চলে যায়? নাকি আগেই ফেলে রাখা হয়েছিল পরে ইট বেঁধে ডুবিয়ে দেওয়া হয়?  

বৃহস্পতিবার কালীনগর-ভোলাখালির মধ্যে রায়পুরে ভাগ্নী সম্পর্কে তথ্য পান আশিস। জানতে পারেন, দু’জন ছেলে ভাগ্নীকে নিয়ে রায়পুরের রাস্তা দিয়ে গিয়েছে। খবর যায় পুলিশে। এরপর ওই অঞ্চলে পুলিশের সাহায্য নিয়ে শুরু হয় তল্লাশি। ড্রোন উড়িয়েও তরুণীর খোঁজ চালায় পুলিশ। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। 

এরইমধ্যে শনিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ প্রতিবেশীরা তরুণীর দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। মামার স্পষ্ট দাবি, ভাগ্নিকে খুন করা হয়েছে। যে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে তার পাশে একটি গোয়ালঘর রয়েছে। সেখানে এদিন দুপুরে ঠান্ডা পানীয়ের বোতল পাওয়া গিয়েছে। এদিন বসিরহাট জেলা হাসপাতালে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হয় মৃতার। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। 

Next Article