Sujan on Madan Mitra: ‘সাদা চুল কালো করে দেব’ মদনের কথায় সুজন বললেন, ‘সাদাই ভাল লাগে’
Sujan on Madan Mitra:শনিবার খড়দহে ভোটের প্রচারে যান সুজন। সঙ্গে সিপিএম কর্মীদের পাশাপাশি ছিলেন কংগ্রেস কর্মীরাও। বামেদের পতাকার সঙ্গে দেখা গেল কংগ্রেসের হাত পতাকাও। এরপরই ভোট প্রার্থনা করতে বাড়ি-বাড়ি যখন সুজন চক্রবর্তী গেলেন এক মহিলা দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন।
খড়দহ: দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর মাথার সাদা চুল কালো দেওয়ার হুমকি তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এবার এই নিয়েই পাল্টা মুখ খুললেন সুজন। বললেন, “আমার পাকা চুল কালো করার প্রয়োজন নেই। যার কালো চুল আছে তার কালো থাকুক। অন্য কারোর মতো পাকা চুলকে কালো করতে পছন্দ করি না।”বস্তুত,দীর্ঘদিন ধরেই অসুস্থ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বাড়িতেই রয়েছেন তিনি। লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গেলেও সেই অর্থে প্রচারে এতদিন দেখা যায়নি তাঁকে। অবশেষে ঘুচল সেই ‘বন্দিদশা’। আর প্রচারে বেরিয়েই সেই চেনা মেজাজে দেখা গেল তৃণমূল বিধায়ককে।
এ দিন, সাংবাদিকরা সুজনকে প্রশ্ন করে বলেন, মদন মিত্র বলেছেন আপনার পাকা চুল কালো করে দেবেন উনি। এরই উত্তর দিতে গিয়ে বলেন, “উনি আমার থেকে বড়। পরিচয় আছে। আমার পাকা চুল কালো করার কোনও আগ্রহ নেই। যেটা ন্যাচারাল সেটাই থাকুক। অন্য কারোর মতো পাকা চুলকে কালো করতে পছন্দ করি না। উনি আমায় নিয়ে বেশিই ভাবছেন।”
উল্লেখ্য, একা সুজন নয়। মদন কিন্তু বিঁধেছেন বরানগরের বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষকেও। ‘সায়ন্তিকা হোক আর অ্যাকোয়াটিকা, আমাদের কোনও আপত্তি নেই। আমাদের লড়াই শুধু দলনেত্রীর বিরুদ্ধে।’ তাঁর এই মন্তব্য়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে মদন বলেছেন, “একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। তার নাম সায়ন্তিকা। তাকে বলছে সায়ন্তিকা না.. ও তো অ্যাকোয়াটিকা! আমি বলি, সায়ন্তিকা অ্যাকোয়াটিকা, ইকোপার্ক না নিকোপার্ক ওটা আমি ১ জুন তোমাদের বুঝিয়ে দেব।” এখানেই শেষ নয়, কর্মীদেরও ভোটের আগে তৈরি থাকতে বলেছেন মদন মিত্র।