Deganga Molestion: রাস্তা দিয়ে চলার সময়ে হঠাৎই মহিলার ঘাড়ে সাইকেল নিয়ে পড়লেন যুবক! তারপর…

Deganga Molestion: নির্যাতিতা গৃহবধূর বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বেড়াচাঁপা থেকে শানপুকুর আমতলাহাট রোড ধরে বাড়ি ফিরছিলেন।

Deganga Molestion: রাস্তা দিয়ে চলার সময়ে হঠাৎই মহিলার ঘাড়ে সাইকেল নিয়ে পড়লেন যুবক! তারপর...
দেগঙ্গায় চাঞ্চল্য
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 9:53 AM

দেগঙ্গা: ভরসন্ধ্যায় পথ চলতি গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সানপুকুর এলাকায়। ঘটনা জানাজানি হতেই গৃহবধূর পরিজন বিক্ষুদ্ধ গ্রামবাসীরা অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিশ। বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্যাতিতা গৃহবধূর বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বেড়াচাঁপা থেকে শানপুকুর আমতলাহাট রোড ধরে বাড়ি ফিরছিলেন। শানপুকুর পশ্চিম পাড়ার কাছে এক যুবক সাইকেলে করে যাওয়ার সময় ওই মহিলাকে পিছন দিক থেকে জাপটে ধরেন। হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই গৃহবধূ। ধস্তাধস্তি চলে দুজনের মধ্যে। ওই যুবক গৃহবধূকে শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। মহিলার চিৎকার চেঁচামেচিতে এলাকাবাসী ছুটে গিয়ে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালান। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

খবর পেয়ে দেগঙ্গা থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। অভিযুক্তের স্ত্রীর দাবি, তাঁর স্বামী সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ সাইকেল নিয়ে ওই মহিলার উপরে পড়ে যান। গ্রামবাসী ও নির্যাতিতা মহিলা মিথ্যা অভিযোগ করছেন। মিথ্যা ঘটনা সাজিয়ে তাঁদের বাড়িতে ভাঙচুর করে লুঠপাট চালিয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

একজন এলাকাবাসী বলেন, “মিথ্যা ঘটনা সাজিয়ে কেউ বলছে না। নিশ্চয়ই কিছু তো হয়েছে। না হলে লোকটা যদি ঠিকই হত, পালাতেই বা গেলেন কেন? আর হঠাৎ সোজা রাস্তা দিয়ে চলতে চলতে মহিলার ঘাড়েই বা পড়ে গেলেন কেন? সমস্যা তো কোথাও রয়েছে।”  ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশ এলাকায় রয়েছে। তবে গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের রাস্তাঘাট অত্যন্ত অন্ধকার। সেখানে মেয়েরা কেন যে কারোরই যাতায়াতে অসুবিধা হয়। এই বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে।