AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suicide Case: চাঁদের আলোয় শুধু পা দুখানি দেখা যাচ্ছিল, পরে আমগাছে তাকাতেই আঁতকে উঠলেন লোকজন

Suicide Case: পরিবার সূত্রে খবর, মৃতের নাম বাসুদেব মণ্ডল (৬২)। দীর্ঘদিন ধরে তিনি মেছো ভেড়ির ব্যবসা করতেন। জানা গিয়েছে, ব্যবসা চলাকালীন তাঁকে প্রচুর দেনার মুখে পড়তে হয়। এরপরই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি।

Suicide Case: চাঁদের আলোয় শুধু পা দুখানি দেখা যাচ্ছিল, পরে আমগাছে তাকাতেই আঁতকে উঠলেন লোকজন
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 1:58 PM
Share

বসিরহাট: মাছ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই মাছের ব্যবসা করেই চলত সংসার। তবে কয়েক বছর ধরে খুবই দেনার মুখে পড়েছিলেন তিনি। সেই দেনা মেটাতে হিমশিম খাওয়ার জোগার। শেষে সব সমস্যা থেকে মুক্তি পেতে নিলেন চরম সিদ্ধান্ত। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন তিনি। বসিরহাটের হাড়োয়া থানার গোপালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের লেবুতলা আবাদ গ্রামের ঘটনা।

পরিবার সূত্রে খবর, মৃতের নাম বাসুদেব মণ্ডল (৬২)। দীর্ঘদিন ধরে তিনি মেছো ভেড়ির ব্যবসা করতেন। জানা গিয়েছে, ব্যবসা চলাকালীন তাঁকে প্রচুর দেনার মুখে পড়তে হয়। এরপরই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। এরপর শনিবার পরিবারের সদস্যরা তাকে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত তাঁকে দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামাণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

গোটা ঘটনায় মৃতদেহটি ময়ননাতদন্ত শুরু হয়েছে। বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে বিষয়টি। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। শুভময় মণ্ডল, মৃতের ভাই বলেন, “ওনার প্রচুর টাকা দেনা ছিল। তা মেটাতে পারছিলেন না। এবার রাত্রিবেলা আমগাছে গিয়ে আত্মহত্যা করেন। নিজের ভিটের গাছেই আত্মহত্যা করলেন।”