Fraud Case: রুচিশীল, মার্জিত আইটি কর্মীর বাড়িতে হঠাৎ লালবাজারের গোয়েন্দারা, ফাঁস হল তাঁর আসল ব্যবসা…

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 16, 2022 | 9:44 AM

Fraud Case: সাদা স্করপিও গাড়িটা যখন সেই ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে এসে দাঁড়াল, তখনও প্রতিবেশীরা ভেবেছিলেন বড় কোনও আধিকারিকই হয়তো কাজের সূত্রে এসেছেন।

Fraud Case: রুচিশীল, মার্জিত আইটি কর্মীর বাড়িতে হঠাৎ লালবাজারের গোয়েন্দারা, ফাঁস হল তাঁর আসল ব্যবসা...
পানিহাটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে গোয়েন্দারা

Follow Us

উত্তর ২৪ পরগনা: দৃশ্যত সুদর্শন, মার্জিত ভাষা, রুচিশীল! পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু তার আড়ালেই নাকি তিনি এমন ব্যবসা করেন! ভাবতেই পারছেন না প্রতিবেশী, স্থানীয় বাসিন্দারা। তাই সাদা স্করপিও গাড়িটা যখন সেই ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে এসে দাঁড়াল, তখনও প্রতিবেশীরা ভেবেছিলেন বড় কোনও আধিকারিকই হয়তো কাজের সূত্রে এসেছেন। পরে কানাঘুষোয় তাঁরা শুনতে পান, আদলতে তাঁরা নাকি লালবাজারের আধিকারিক। এসেছেন প্রতারণার অভিযোগে সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ধরতে! চক্ষু চড়কগাছ তাঁদের। অভিযোগ, রাজ্যের একাধিক জায়গায় প্রতারণা করেছেন সেই ব্যক্তি, এমনকি আইটি কর্মী প্রতারণা করেছেন বিদেশেরও এক কোম্পানির সঙ্গে। কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে লালবাজারের গোয়েন্দা শাখার অভিযান সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর বাড়িতে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পানিহাটি নিউ কলোনি এলাকায়।

কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে পানিহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড নিউ কলোনি এলাকায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযান চালাল লালবাজারের গোয়েন্দা শাখার ৫ সদস্যের টিম, গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে, পানিহাটি নিউ কলোনির বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্থ গুহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণার মাধ্যমে টাকা তছরুপ করেছেন।

দেশের বাইরেও এক কোম্পানির সঙ্গে প্রতারণা ও কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে থাকা এক শাগরেদ শাকিল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে গোয়েন্দা অফিসাররা। সেই শাকিলকে নিয়েই পানিহাটি নিউ কলোনির সফটওয়্যার ইঞ্জিনের বাড়িতে অভিযান চালান গোয়েন্দা আধিকারিকরা। অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্থ গুহ পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, পার্থ গুহ পানিহাটি নিউ কলোনির বাড়ি ভাড়া দিয়ে সোদপুরের এক অভিজাত আবাসনে স্ত্রী সঞ্চিতা গঙ্গোপাধ্যায়কে নিয়ে বাস করেন। পানিহাটি নিউ কলোনি এলাকায় পার্থ গুহর বাড়িতে লালবাজারের গোয়েন্দাদের অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় পার্থকে ৬ মাস ধরে দেখা যায় না। পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্থ গুহর নিউ কলোনির ভাড়া বাড়িতে বেশ কয়েকজন থাকেন। লালবাজারের গোয়েন্দারা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। ভাড়ার টাকা তাঁরা কোনও ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ফেলতেন, তা গোয়েন্দারা জানতে চান।

এক ভাড়াটে বলেন, “আমাদের বাড়িওয়ালার সম্পর্কে কিছু জানতে চাইছিলেন। আমরা কীভাবে ভাড়া দিই, সেটাই জানতে চাইছিলেন।”

Next Article