Gaighata: বৈঠক সেরে ফেলল BSF, জানিয়ে দেওয়া হল সীমান্তে কী হবে

Dipankar Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 22, 2025 | 4:59 PM

Gaighata: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আরও কড়া বিএসএফ ও রাজ্য পুলিশ। অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া তারা। এবার উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের সীমান্তবর্তী বিস্তিন্ন এলাকায় কাঁটাতার নেই। অনেক যায়গায় কাঁটাতার নেই । সেই এলাকায় কাঁটাতার দিতে গাইঘাটা ব্লক অফিসে বিএসএফ এর সঙ্গে বৈঠক করল ব্লক প্রশাসন।

Gaighata: বৈঠক সেরে ফেলল BSF, জানিয়ে দেওয়া হল সীমান্তে কী হবে
সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি

Follow Us

গাইঘাটা: সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে কম অশান্তি হয়নি। রাজ্যের একাধিক জায়গায় ফেন্সিং দেওয়া নিয়ে বিএসএফ-কে বাধা দিয়েছে বিজিবি। তবে এগিয়ে এসেছেন গ্রামবাসী। এবার গাইঘাটা সীমান্তে ফেন্সিং-এর জন্য জমি অধিগ্রহণ নিয়ে গাইঘাটায় ব্লক আধিকারিকদের সঙ্গে বৈঠক বিএসএফ-এর।

বস্তুত, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আরও কড়া বিএসএফ ও রাজ্য পুলিশ। অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া তারা। উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের সীমান্তবর্তী অনেক এলাকায় নেই কাঁটাতার। সেই এলাকাগুলিতে কাঁটাতার দিতে গাইঘাটা ব্লক অফিসে বিএসএফ-এর সঙ্গে বৈঠক করল ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ-এর ৫ ও ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন গাইঘাটার বিডিও, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লকের ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।

গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, “রামনগর এবং ঝাউডাঙা গ্রামপঞ্চায়েতের মধ্যে সীমান্ত পড়ছে। এই এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য প্রায় ১০০ একর জমি নেওয়া হবে। জমি নিয়ে কোনও সমস্যা নেই। জমি কেনার কাজ শুরু হয়েছে।” গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি বলেন, “গাইঘাটা ব্লকে সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে কোনও জমি জট নেই। ফেব্রুয়ারি মাসের মধ্যে জমি মাপা হয়ে যাবে।” তবে এই বিষয়ে বিএসএফ এর তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

 

Next Article