Kaustav Bagchi: দ্বিতীয়বার কৌস্তভের বাড়িতে পুলিশের নোটিস, কেন?
Kaustav Bagchi: সংশ্লিষ্ট চিঠিতে লেখা,নার্সিংহোমের ভিতরে যে ঘটনা ঘটেছে তাতে কৌস্তভের উপস্থিতি পাওয়া গিয়েছে। আগামী ৮ তারিখ সকাল ১১টার সময় মোহনপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

মোহনপুর: নার্সিংহোমের বিজেপি নেতা কৌস্তব বাগচীর ছবি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। দ্বিতীয়বার কৌস্তবের বাড়িতে মোহনপুর থানার পুলিশ আসে। একটি চিঠি ধরিয়ে দিয়ে যায়। হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
চিঠিতে কী লেখা হয়েছে?
সংশ্লিষ্ট চিঠিতে লেখা,নার্সিংহোমের ভিতরে যে ঘটনা ঘটেছে তাতে কৌস্তভের উপস্থিতি পাওয়া গিয়েছে। আগামী ৮ তারিখ সকাল ১১টার সময় মোহনপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।
কী নিয়ে গণ্ডগোল? ব্যারকপুরে ওয়ারলেস মোড় সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। যা নিয়ে ব্যাপক ঝামেলা হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল বিজেপি নেতা কৌস্তুব বাগচীকে। চিকিৎসকদেরও শাসানোর অভিযোগ ওঠে। এই ঘটনারই তদন্তে নামে পুলিশ।
এ প্রসঙ্গে কৌস্তভ বলেন, “আজ আবারও মোহনপুর থানা থেকে আমার কাছে নোটিস এসেছে। এফআইআরটি কয়েকজন অচেনা ব্যক্তির নামে হলেও তদন্তের স্বার্থে আমায় ডাকা হয়েছে। আমি আলাপ আলোচনা করে বিষয়টি দেখব কী করা যায়। আমি বলেছিলাম এই এক সপ্তাহ আমার কিছু কাজ রয়েছে। এখন য়েতে পারব না। কিন্তু ফের সেই আবারও চিঠি দিল তারা।”

