AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra: ‘আমার তো আর কয়েকদিন…’, হঠাৎ কী হল মদনের?

Madan Mitra: তৃণমূল নেতা বলেন, "আমার তো আর কয়েকদিন। ২৬-এর পর দাঁড়ানোর জায়গা থাকবে বলে মনে হয় না। তবে সৌগতদা নিশ্চয় ২৪ দাঁড়াবেন। দলটাকে বাঁচান। পার্টি বাঁচলে আমরা বাঁচব। দলকে ভাল না লাগলে দল করবেন না।"

Madan Mitra: 'আমার তো আর কয়েকদিন...', হঠাৎ কী হল মদনের?
মদন মিত্র, তৃণমূল নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 10:59 AM
Share

কামারহাটি: দলের বিরুদ্ধেই বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। কিছু দালাল চিটিংবাজ দলের মধ্যে ঢুকে, নোংরামি করে দলকে ময়লা করার চেষ্টা করছে বলে আক্ষেপ তৃণমূল নেতার।

কী বলেছেন মদন?

তৃণমূল বিধায়ক বলেন, “আমার তো আর কয়েকদিন। ২৬-এর পর দাঁড়ানোর জায়গা থাকবে বলে মনে হয় না। তবে সৌগতদা নিশ্চয় ২৪ দাঁড়াবেন। দলটাকে বাঁচান। পার্টি বাঁচলে আমরা বাঁচব। দলকে ভাল না লাগলে দল করবেন না। কিন্তু বিজেপি-সিপিএমকে তেল দিয়ে আমাদের দলের একাংশ রাতের অন্ধকারে তৃণমূলকে চোর বানাচ্ছে। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমরা তাদের ঘৃণা করি।”

উল্লেখ্য, এর এসএসকেএম বিতর্কের সময় দলের বিরুদ্ধে বেলাগাম হয়েছিলনে তৃণমূল নেতা মদন মিত্র। পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। চাঁচাছোলা ভাষায় মদন জানিয়েছিলেন, তিনি কামারহাটি থেকে নির্বাচিত হয়েছেন। তৃণমূল তাঁকে নির্বাচিত করেনি। তৃণমূল নেতা বলেছিলেন, “আমি কৃতজ্ঞ, আমাকে প্রতীক দিয়েছে তৃণমূল, কিন্তু জিতিয়েছে জনগণ। কেউ যদি বলে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত দল, তাহলে রাষ্ট্রবিজ্ঞান ও সংবিধান পড়ে আসুন। তৃণমূল কংগ্রেস কারও ব্যক্তিগত নয়।”