North 24 Parganas: চুরি করতে গিয়ে ধরা পড়ল চোর, চলল উত্তম মধ্যম… তার মাঝেই চোর বলে উঠল একটাই লাইন… সক্কলে চুপ!
North 24 Parganas: বুধবার রাতে স্থানীয় কাপড় ব্যবসায়ী গৌরাঙ্গ সান্যালের দোকানে চুরি হয়। ব্যবসায়ী গৌরাঙ্গের মতে, তিনি দোকান বন্ধ করার আগে লক্ষ্য করেন, দোকানের সামনে থেকে একটি শাড়ির বান্ডিল উধাও।

উত্তর ২৪ পরগনা: দেগঙ্গায় চোর সন্দেহে এক যুবককে গণধোলাইয়ের অভিযোগ। অভিযুক্তের কাতর আর্তি “আর মেরোনো দাদা,আমি জীবনে কোনদিন তোমাদের এলাকায় চুরি করতে আসব না, আমি কথা দিলাম কালিয়ানী বিল পার হব না, অন্যদিকে করব।” দেগঙ্গা থানার কার্তিকপুর এলাকার ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে স্থানীয় কাপড় ব্যবসায়ী গৌরাঙ্গ সান্যালের দোকানে চুরি হয়। ব্যবসায়ী গৌরাঙ্গের মতে, তিনি দোকান বন্ধ করার আগে লক্ষ্য করেন, দোকানের সামনে থেকে একটি শাড়ির বান্ডিল উধাও।
তখনই দোকানের আশপাশের ছিলেন আরও বেশ কয়েকজন। খোঁজ নিয়ে ব্যবসায়ী জানতে পারে, এক ব্যক্তি তো সেই বান্ডিল হাতে নিয়ে গুটি গুটি পায়ে পালিয়েছে। এরপর ধাওয়া করেন গৌরাঙ্গ। কাপড়ের বান্ডিল-সহ ওই যুবককে ধরে ফেলেন ব্যবসায়ী। চিৎকার চেঁচামেচিতে জড়ো হয়ে যান অনেকজন। তারপর চলে এলোপাথাড়ি মারধর।
মারের মাঝেই অভিযুক্তকে বলতে শোনা যায়, “আর মেরো না দাদা। আমি কোনদিন এদিকে আসব না, আমি কথা দিলাম কালিয়ানি বিল পার হব না।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেগঙ্গা থানার পুলিশ। অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে যায় দেগঙ্গা থানায়।

