ফাঁকা ঘরে স্কুল ছাত্রকে নিজের লালসার শিকার করতে চেয়েছিল সাধু, পরিণতিতে আজ কাঁদছে গোটা গ্রাম
রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দত্তপুকুর (Duttapukur) এলাকা।
উত্তর ২৪ পরগনা: পাড়ার বাচ্চা ছেলেমেয়েদেরকে ডেকে নিয়ে যৌন নিগ্রহ (Sexual Assault) করত সাধুর বেশে থাকা পাড়ারই ‘কাকু’। জানতে পেরেছিল স্কুল ছাত্র। প্রতিবাদ করতে গিয়ে নির্মম ভাবে মরতে হল তাকে। সাধুর দলবলের অকথ্য মারে মৃত্যু হল স্কুলছাত্রের। অভিযোগ ঘিরে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) দত্তপুকুর (Duttapukur) এলাকা।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। দত্তপুকুরের নিবাদুই স্কুল পাড়ার স্কুলছাত্র যুগল দাস এলাকারই বাসিন্দা শম্ভু নাথের বাড়িতে যায়। সাধু বেশে থাকা শম্ভুর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই একটা অভিযোগ উঠছিল।স্থানীয়দের বক্তব্য, শম্ভু পাড়ার বাচ্চা ছেলেমেয়েদের ডাকত। তাদের নিয়ে ফাঁকা ঘরে নিজের বিকৃত যৌন লালসা চরিতার্থ করত সে।
প্রতিবাদ জানাতে মঙ্গলবার রাতে শম্ভুর বাড়িতে যায় যুগল। অভিযোগ, শম্ভু তাকেও নিজের ‘শিকার’ বানাতে চেয়েছিল। যুগল বাধা দেওয়ায় শম্ভুর দলবল তার ওপর চড়াও চালায়। বাঁশ, লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে শম্ভুর লোক। মাথায় গুরুতর চোট লাগে যুগলের।
আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক! থাকতে পারেন দুই আমলা
খবর পেতেই স্থানীয়রা ছুটে যান শম্ভুর বাড়িতে। আশঙ্কাজনক অবস্থায় যুগলকে উদ্ধার করে বারাসত হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় যুগলের। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে দত্তপুকুর থানার পুলিশ শম্ভুকে গ্রেফতার করে।