FireArms recover from ghola: বাড়ি থেকেই হাতেনাতে পাকড়াও কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
North 24 Pargana: জানা গিয়েছে, বছর বত্রিশের ওই দুষ্কৃতীর নাম বুদ্ধদেব ভক্ত। গোপন সূত্রে খবর পেয়ে ঘোলা থানার পুলিশ নিজের বাড়ি থেকেই গ্রেফতার করে তাকে।
ঘোলা: অনেক দিন ধরেই খোঁজ চালাচ্ছিল পুলিশ। কিন্তু কোনও ভাবেই আয়ত্ত্বে আনা যাচ্ছিল না তাকে। শেষমেশ গ্রেফতার হল। চারটি আগ্নয়াস্ত্র ও ২৪ রাউন্ড কার্তুজ সহ কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ।
জানা গিয়েছে, বছর বত্রিশের ওই দুষ্কৃতীর নাম বুদ্ধদেব ভক্ত। গোপন সূত্রে খবর পেয়ে ঘোলা থানার পুলিশ নিজের বাড়ি থেকেই গ্রেফতার করেছে তাকে। ইতিমধ্যে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২ টি ওয়ান শাটার পাইপগান, ২টি সেভেন এমএম পিস্তল, ৪ রাউন্ড থ্রি নট থ্রি কার্তুজ, ২০ রাউন্ড সেভেন এমএম পিস্তল, মোট ২৪ রাউন্ড কার্তুজ। ধৃতকে শনিবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। ওই দুষ্কৃতী কোথা থেকে এত অস্ত্র পেল? কেই বা তাকে এত অস্ত্র সরবরাহ করেছে সেই বিষয়েও তদন্ত করা হবে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ধৃত বুদ্ধদেবের নামে ঘোলা থানাতেই এর আগে আস্ত্র আইন, মাদক দ্রব্যের চালান সহ আরও একাধিক মামলা রয়েছে।
বস্তুত, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার শাসন থেকে গ্রেফতার হয় প্রচুর বোমা। গোটা ঘটনায় গ্রেফতার হয় তিনজন। বগটুইকাণ্ডের পর রামপুরহাট গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যাতে জেলাগুলিতে তল্লাশি চালান হয়। মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশের পরই রাজ্যের একাধিক জেলা থেকে প্রচুর বোমা উদ্ধারের খবর প্রকাশ্যে এসেছিল। এরই মধ্যে শাসনের এই খবর সামনে এসেছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গোটা রাত জুড়ে শাসনের তেহাটা গ্রামে বোমাবাজির ঘটনা ঘটে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযোগ, চারজন তৃণমূল কর্মীর বাড়িতে এই বোমাবাজি করা হয়। গোটা ঘটনায় বাড়ির জানলার গ্রিলও ভেঙে যায় বলে খবর। এদিনের, এই ঘটনায় সকাল থেকেই সেখানে পুলিশ পিকেট বসানো হয়। খবর পেয়ে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক হাজি শেখ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশপাশি তিনি প্রশাসনকে নির্দেশ দেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন গ্রেফতার করা হয়।