Panihati: তিলোত্তমা পর্বে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, পানিহাটিতে নতুন চেয়ারম্যান সেই সোমনাথের বিরুদ্ধেই পথে সিপিএম
Panihati: সিপিএমের অভিযোগ, নিম্ন আদালতে বিচারক পর্যবেক্ষণেও সোমনাথ দে-র নাম উঠে আসে। এহেন পরিস্থিতিতে কেন তাঁকে দায়িত্ব দেওয়া হল, তার প্রতিবাদেই মিছিল হয়।

পানিহাটি: শুক্রবারই পানিহাটির নতুন চেয়ারম্যান হয়েছেন সোমনাথ দে। আর এদিনই তাঁর বিরুদ্ধে বিক্ষোভে সামিল সিপিএম। তাঁদের অভিযোগ, তিলোত্তমা পর্বে এই সোমনাথ দে-র ভূমিকা নিয়েও বিস্তর প্রশ্ন ওঠে। অভিযোগ ওঠে, দ্রুত তিলোত্তমার দেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়। তিলোত্তমার মা-বাবার অভিযোগ তোলেন, তাঁর মেয়েকে দ্বিতীয় বারের জন্য ময়নাতদন্ত করার কোনও সুযোগ দেওয়া হয়নি। তাতে এই সোমনাথ দে-র অতি তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে। তিনি চেয়ারম্যান হতেই পথে নামেন সিপিএম কর্মী সমর্থকরা।
সিপিএমের অভিযোগ, নিম্ন আদালতে বিচারক পর্যবেক্ষণেও সোমনাথ দে-র নাম উঠে আসে। এহেন পরিস্থিতিতে কেন তাঁকে দায়িত্ব দেওয়া হল, তার প্রতিবাদেই মিছিল হয়।
উল্লেখ্য, অমরাবতী মাঠ নিয়ে প্রোমোটিংয়ে নাম জড়ানো, আর তা নিয়ে বিতর্কেইপুরপ্রধানের পদ থেকে সরে যেতে হয় আগের চেয়ারম্যান মলয় রায়কে। সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান করা হয় সোমনাথকে। এর আগে, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত সোমনাথ পানিহাটির উপ পুরপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, মলয় সরে যাওয়ার পরই মুখ খুলেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি দাবি করেছিলেন, আসলে মলয়কে সরিয়ে এমন একজনকে আনা হচ্ছে, যিনি তিলোত্তমা পর্বে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাঁকেই পুরস্কারস্বরূপ চেয়ারম্যান করা হবে। সোমনাথ চেয়ারম্যান হওয়ার পর স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে।এদিন সিপিএমের তরফেও সুর চড়ানো হয়।
সিপিএম নেতা অনির্বাণ ভট্টাচার্য বলেন, “তিলোত্তমার দেহ যখন এখানে আসে, তখন নিয়ম বহির্ভূতভাবে দাহ করে দেওয়া হয়। যাঁরা পুড়িয়ে দেওয়াতে অভিযুক্ত, সেরকম একজন কাউন্সিলরকে জনপদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হল। আজ তিলোত্তমার বাবাও সেকথা বলেছেন। এটা কি প্রাইজ পোস্টিং হচ্ছে?” তিলোত্তমার বাবাও বলেন, ” সোমনাথ দেকে চেয়ারম্যান করে পুরস্কৃত করা হয়েছে।” যদিও এই নিয়ে তৃণমূলের কোনও নেতা প্রতিক্রিয়া দিতে চাননি।





