Panihati: স্ত্রীর হাতের শিরা কাটা, অর্ধনগ্ন রক্তাক্ত শরীরটা ছিল খাটের নীচে… মধ্যরাতে ৯ বছরের ছেলেকে নিয়ে যা করলেন যুবক
Panihati: অশান্তি লেগেই থাকত। এরই মধ্যে এক পুত্রসন্তানের জন্মও দেন প্রিয়াঙ্কা। ছেলের বয়স ৯ বছর এখন! ছেলেও বড় হয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও বেড়েছে পাল্লা দিয়ে! শেষমেশ মর্মান্তিক ঘটনা। স্ত্রীর হাতের শিরা কেটে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

উত্তর ২৪ পরগনা: বছর ছাব্বিশের প্রিয়াঙ্কা, স্বামী শ্রীকান্তর বয়স ৪৬! ২০ বছরের ব্যবধান। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে স্বামীর সঙ্গে মতের মিল হত না স্ত্রীর। অশান্তি লেগেই থাকত। এরই মধ্যে এক পুত্রসন্তানের জন্মও দেন প্রিয়াঙ্কা। ছেলের বয়স ৯ বছর এখন! ছেলেও বড় হয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও বেড়েছে পাল্লা দিয়ে! শেষমেশ মর্মান্তিক ঘটনা। স্ত্রীর হাতের শিরা কেটে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পানিহাটি ২৭ নম্বর ওয়ার্ডের আজাদিনগরে। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্ত জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । ঘোলা থানার পক্ষ থেকে বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।
মেয়েটির দাদা জানান, বোনের সাথে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল শ্রীকান্তর। তার জেরেই অনেকবার বোনকে মারধর করতেন বলে অভিযোগ। অশান্তির জেরে প্রিয়াঙ্কা বাবার বাড়িতেও চলে আসেন। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন, শ্রীকান্তর কাছে আর পাঠাবেন না। কিন্তু প্রিয়াঙ্কার শ্বশুর আবার বুঝিয়ে সেই বাড়িতে পাঠান, আর তারপরই এই ঘটনা।
যে বাড়িতে খুন হয়েছে সেই বাড়িটা দু বছর আগেই কিনেছিলেন শ্রীকান্ত। প্রিয়াঙ্কাকে নিয়ে সেই বাড়িতেই উঠেছিলেন। শ্রীকান্ত গাড়ি চালান। কষ্ট করে টাকা ধারদেনা করেই বাড়ি কিনেছিলেন। কিন্তু নতুন বাড়িতেও অশান্তি চলছিল। তারপর শনিবার রাতে মর্মান্তিক ঘটনা। অভিযোগ, মধ্যরাতে স্ত্রীকে খুন করে ৯ বছরের ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছেন শ্রীকান্ত। শিশুটিকে ফিরে পেতে চাইছেন প্রিয়াঙ্কার পরিবারের সদস্যরা। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।





