PM Narendra Modi: ‘যখন ছোটবেলায় কলকাতায় এসেছিলাম…’, মেট্রো নিয়েই মোদীর রঙিন স্মৃতিচারণা

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 06, 2024 | 5:12 PM

PM Narendra Modi: "দেশের পাবলিক ট্রান্সপোর্টকে আধুনিক বানানো হয়েছে। আমি যখন ছোটবেলায় কলকাতায় এসেছিলাম, তখন আকর্ষণ ছিল, মেট্রো দেখব। কলকাতা হল সেই শহর, যার মেট্রো একের পর এক প্রজন্ম দেখে বড় হয়েছে।"

PM Narendra Modi: যখন ছোটবেলায় কলকাতায় এসেছিলাম..., মেট্রো নিয়েই মোদীর রঙিন স্মৃতিচারণা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image Credit source: TV9 Bangla

Follow Us

বারাসত: “কলকাতা হল সেই শহর, যার মেট্রো একের পর এক প্রজন্ম দেখে বড় হয়েছে। আমারও সেটাই আকর্ষণ ছিল।” বারাসতের সভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বুধবারই দেশের মধ্যে প্রথম গঙ্গার নীচ থেকে ছুটল মেট্রো। সবুজ পতাকা উড়ালেন মোদী। ইতিহাস গড়ল বাংলা। এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসপ্ল্যানেড থেকে মেট্রোর উদ্বোধনের পর বারাসতের সভায় যোগ দেন মোদী। সেখানেও তাঁর কথায় উঠে আসে কলকাতার মেট্রো প্রসঙ্গ। তিনি বলেন, “দেশের পাবলিক ট্রান্সপোর্টকে আধুনিক বানানো হয়েছে। আমি যখন ছোটবেলায় কলকাতায় এসেছিলাম, তখন আকর্ষণ ছিল, মেট্রো দেখব। কলকাতা হল সেই শহর, যার মেট্রো একের পর এক প্রজন্ম দেখে বড় হয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন বিজেপি সরকারের আমলে কলকাতায় মেট্রো বেড়েছে বহুগুণ। তিনি বলেন, “এখন কলকাতা মেট্রো এটার সাক্ষী বিজেপি সরকার কতটা দ্রুত গতিতে বিকাশ করছে। ২০১৪ সালের আগে গত ৪০ বছরে কলকাতা মেট্রোর কেবল ২৮ কিলোমিটার রুট হয়েছিল। কিন্তু বিজেপির আমলে এই ১০ বছরে আরও ৩১ কিলোমিটার রুট বেড়ে গিয়েছে মেট্রোর।”

প্রসঙ্গত, বুধবার ইতিহাস গড়ল কলকাতা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ৪.৮ কিলোমিটার, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত ১.২৫ কিলোমিটার সম্প্রসারিত অংশের উদ্বোধন হল। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোরও সাক্ষী থাকল কলকাতা।

Next Article