AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Station Demand: ‘সবাইকে জানিয়েছি, কাজ হয়নি’, ভ্যাবলা-চাঁপাপুকুর নতুন স্টেশনের দাবিতে তুমুল বিক্ষোভ

New Station Demand: ২০১০ সাল থেকেই এই দুই স্টেশনের মধ্যে এক নতুন স্টেশনের দাবি জানিয়ে সরব হন উত্তর দেবীপুর এলাকার লোকজন। ২০১০ সালে রেল মন্ত্রকেও লিখিতভাবে জানা হয় বল জানান তাঁরা। পাশাপাশি সমস্যার কথা জানান হয় পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ও শিয়ালদহ ডিভিশনের ডিআরএমকেও।

New Station Demand: ‘সবাইকে জানিয়েছি, কাজ হয়নি’, ভ্যাবলা-চাঁপাপুকুর নতুন স্টেশনের দাবিতে তুমুল বিক্ষোভ
Image Credit: Social Media
| Edited By: | Updated on: Aug 17, 2025 | 11:49 AM
Share

বসিরহাট: বছরের পর বছর ধরে বারবার উঠেছে নতুন স্টেশনের দাবি। কিন্তু কান দেয়নি কেউ। তাতেই এবার প্রতিবাদে নেমে পড়ল এলাকার লোকজন। চলল তুমুল বিক্ষোভ। হাসনাবাদ -শিয়ালদহ শাখার ভ্যাবলা ও চাঁপাপুকুর স্টেশনের মধ্যবর্তী দেবীপুর এলাকার ঘটনা। দীর্ঘ কয়েক বছর ধরে এখানে একটি স্টেশনের দাবি জানাচ্ছে এলাকার বাসিন্দারা। রেলমন্ত্রক থেকে শুরু করে রেল আধিকারিকদের কাছে একাধিকবার দরবারও করা হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, আশ্বাস মিলেছে কিন্তু কোনও সুরাহা হয়নি। ফলে দিনের পর দিন দ্বিগুণ রাস্তা পাড়ি দিয়ে দূরের স্টেশন থেকে ধরতে হচ্ছে ট্রেন। 

২০১০ সাল থেকেই এই দুই স্টেশনের মধ্যে এক নতুন স্টেশনের দাবি জানিয়ে সরব হন উত্তর দেবীপুর এলাকার লোকজন। ২০১০ সালে রেল মন্ত্রকেও লিখিতভাবে জানা হয় বল জানান তাঁরা। পাশাপাশি সমস্যার কথা জানান হয় পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ও শিয়ালদহ ডিভিশনের ডিআরএমকেও। অন্যদিকে চলতি বছরের জানুয়ারি মাসে একটি গণস্বাক্ষর করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের দফতরে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেল দফতর থেকে ২০১৪ সালে এলাকায় রেল আধিকারিকদের একটা টিমও আসে। কিন্তু তারপরেও থমকে যায় কাজ। পরবর্তীতে ২০২২ সালে তৎকালীন সাংসদ নুসরত জাহান  সংসদে এই বিষয়টি উত্থাপন করলে ২০২৪ সালে পুনরায় রেলের তরফে পর্যবেক্ষণ করা হয়। কিন্তু তারপরেও কাজ না হয় হতাশায় ডোবে গোটা এলাকা। আরটিআই করলে রেলের তরফে জানানো হয়, ওই স্টেশনটি নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়নি। শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে এখনও ওখানে পরীক্ষার কাজ চলছে। যদিও এখনও কোনও কাজ না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। বিক্ষুব্ধরা বলছেন, আমরা চাইছি যত দ্রুত সম্ভব এখানে স্টেশন হোক।