Arjun Singh: কোন্দল যেন থামছে না! ফের অর্জুনকে তোপ দলেরই বিধায়কের

Ananta Chattopadhyay | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 06, 2024 | 1:00 PM

Arjun Singh:এদিকে, ব্যারাকপুর থেকে অর্জুন যাতে লোকসভা ভোটে লড়তে না পারেন, তার জন্য উদ্যোগী হয়েছেন সোমনাথ শ্যাম বলে অভিযোগ। তিনি এই মর্মে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন বলেও সূত্রের খবর। সাদা কাগজে জোর করে সই করিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

Arjun Singh: কোন্দল যেন থামছে না! ফের অর্জুনকে তোপ দলেরই বিধায়কের
অর্জুনকে তোপ বিধায়কদের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ব্যারাকপুর: দ্বন্দ্ব যেন থামানোই যাচ্ছে না সাংসদ অর্জুন সিং বনাম বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারীর। ফের অর্জুনকে নিয়ে কটু কথা বলার অভিযোগ। সম্প্রতি, নবান্নে সাংসদ অর্জুন সিং ও পার্থ ভৌমিকের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নির্বাচন সংক্রান্ত আলোচনার পাশাপাশি, দলীয় কোন্দল নিয়েও মমতার সঙ্গে কথা হয়েছে অর্জুনের। কিন্তু ঝামেলা যে থামেনি তা তৃণমূলের নেতাদের বক্তব্য থেকেই পরিষ্কার।

মঙ্গলবার ফের অর্জুন সিং-কে তোপ দাগেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। তিনি বলেন যে, তৃণমূল এতটাও দেউলিয়া হয়ে যায়নি যে গুন্ডা-অপরাধীদের প্রার্থী করতে হবে। নাম না করে এও বলেন, আখের গোছানোর জন্য তৃণমূলে এসেছেন। দ্বিচারিতা করা হচ্ছে। যদিও, এই বিষয়ে অর্জুন সিং কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি জানিয়েছেন, সবটা দল দেখবে।

বস্তুত, গত বছর বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন অর্জুন সিং। জয়ী হয়ে ব্যারাকপুরের সাংসদ হন তিনি। পরে ফের তৃণমূলে ফেরেন অর্জুন। তবে সম্প্রতি দলেরই বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্য়ে এসেছে তাঁর। দু’জনেই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করেছেন।

এদিকে, ব্যারাকপুর থেকে অর্জুন যাতে লোকসভা ভোটে লড়তে না পারেন, তার জন্য উদ্যোগী হয়েছেন সোমনাথ শ্যাম বলে অভিযোগ। তিনি এই মর্মে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন বলেও সূত্রের খবর। সাদা কাগজে জোর করে সই করিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও,  বিধায়ক সোমনাথ শ্যাম এ প্রসঙ্গে বলেছেন, “কয়েকজন নেতা নিজেরাই জানেন না তারা কখন কোন দলে আছেন। কখনও সিপিএম কখনও বিজেপি।” উল্লেখ্য, বিধায়ক ও সাংসদের দ্বন্দ্ব বেশ পুরনো। ভোটের আগে উচ্চ নেতৃত্ব বারাবর তাঁদের কোন্দল মিটিয়ে নেওয়ার কথা বলেন। এমনকী তৈরি করে দেওয়া হয় কোর কমিটি। এই আবহে  গতকাল আবার নবান্নে যান অর্জুন সিং।

Next Article