AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ‘ওরা তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে’, পুলিশকে ‘দায়িত্ব’ মনে করিয়ে বিস্ফোরক ন্যাজাটের মৃত তরুণীর মাসি

Sandeshkhali: মৃত তরুণীর পাকস্থলীতে পাওয়া খাদ্যাংশের নমুনাও ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। খাবারে কিছু মেশানো হয়েছিল কি না জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কে রয়েছেন ন্যাজাটের ঘোষপুরের মহিলারা।

Sandeshkhali: ‘ওরা তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে’, পুলিশকে ‘দায়িত্ব’ মনে করিয়ে বিস্ফোরক ন্যাজাটের মৃত তরুণীর মাসি
কী বলছেন মৃতার মাসি? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 10, 2024 | 3:58 PM
Share

সন্দেশখালি: ন্যাজাটে তরুণীর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিত মিলেছে বলে জানা যাচ্ছে। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে । দড়ির ফাঁস দিয়ে তরুণীকে খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, একদিন আগে এলাকার একটি পুকুরে ভেসে ওঠে তরুণীর মৃতদেহ। যা নিয়ে শোরগোল পড়ে যায় সন্দেশখালিতে। ময়নাতদন্তে রিপোর্ট বলছে দেহ উদ্ধারের অন্তত ৪৮ ঘণ্টা আগে তরুণীর মৃত্যু হয়েছে। তবে ধর্ষণ কি না তা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট নয়। ধর্ষণের অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে গোপনাঙ্গের নমুনা সংগ্রহ করে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এরইমধ্যে বিস্ফোরক অভিযোগ করেছেন মৃতার মাসি। 

পরিবারের সন্দেহ, দু’জন ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন। মাসি বলছেন, “ঘোষপুরের পুকুর পাড় থেকেই আমাদের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। সেই পুকুরেই মেয়েকে ফেলে দিয়ে অভিযুক্তরা পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমরা আমাদের মেয়ের খুনের বিচার চাই। আমরা আমাদের মেয়েদের নিরাপত্তা চাই।” তবে এর মধ্যে রাজনীতি যাতে না জড়ায় তা চাইছেন তিনি। সাফ বলছেন, সন্দেশখালি দেখেছি। রাজনীতি এলেই আসল বিষয়ের মোড় ঘুরে যায়। তাই চাইছেন না রাজনীতি যেন না জড়ায়। তিনি বলছেন, “যাঁরা এই কাজ করছে তাঁরা আসলে আমাদের পাশাপাশি পুলিশকে চ্যালেঞ্জ করেছে। বলতে চেয়েছে দেখুক যেখান থেকে তুলে নিয়ে গিয়েছিলাম সেখানেই ফেলে যাচ্ছি। যেন বলতে চাইছে ধরতে পারলে ধরো।”  

এদিকে মৃত তরুণীর পাকস্থলীতে পাওয়া খাদ্যাংশের নমুনাও ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। খাবারে কিছু মেশানো হয়েছিল কি না জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কে রয়েছেন ন্যাজাটের ঘোষপুরের মহিলারা। এদিন সেখানে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তাঁদের কাছে আশঙ্কা প্রকাশ করতে দেখা যায় এলাকার মহিলাদের। গ্রামের মহিলাদের অভিযোগ, ঘোষপুর-ঘটিহারা-রায়পুর সহ কালীনগর অঞ্চলে মোড়ে মোড়ে নেশার ঠেক গজিয়ে উঠেছে। স্কুল পড়ুয়াদের প্রায়ই মত্ত অবস্থায় উত্যক্ত করে একদল যুবক। ওড়না ধরে টান, গায়ে হাত নিত্য নৈমিত্তিক ঘটনা। এমন‌ই অভিযোগ স্কুল পড়ুয়া থেকে তাদের মায়েদের। এ সব প্রশ্নে‌ই পুলিশের কাছে কৈফিয়ত তলবও করেছে জাতীয় মহিলা কমিশন। 

এদিকে রাজ্যে লাগাতার নারী নির্যাতনের ঘটনায় সুর চড়িয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় কোনও মহিলা নিরাপদ নয়। উনি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। ৭ মাসের শিশু থেকে পাঁচ বছরের শিশু কেউই রেহাই পাচ্ছে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে এটাই তাঁর প্রমাণ।”