Narayan Goswami: মঞ্চে অপ্রকৃস্থ নারায়ণ, শুক্রেই কি যাবে শোকজ পত্র?

Dipankar Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 24, 2025 | 9:18 AM

Asoknagar: বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষ এবং দেবাশীষ কুমার। অপরদিকে, দলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি,অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম,চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুজিত বসু।

Narayan Goswami: মঞ্চে অপ্রকৃস্থ নারায়ণ, শুক্রেই কি যাবে শোকজ পত্র?
নারায়ণ গোস্বামী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

অশোকনগর: অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে পদক্ষেপ করতে চলছে। চর্চা বিধানসভায়। শুক্রবারেই কি শোকজ পত্র পাবেন নারায়ণ গোস্বামী? সেই চর্চা রয়েছে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের মধ্যে।

বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষ এবং দেবাশীষ কুমার। অপরদিকে, দলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি,অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম,চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুজিত বসু। ইতিমধ্যেই প্রাথমিক ভাবে কথাও হয়েছে এই দুই শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের মধ্যে বলেই খবর।

দিন কয়েকদিন উত্তর ২৪ পরগনার অশোকনগরে একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় মঞ্চে গান গাইতে উঠেছিলেন এই তৃণমূল নেতা। একটি ভিডিয়োয় তাঁকে দেখা যায় অসংলগ্ন কথা বলতে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেটি। শুরু হয় সমালোচনা। নারয়ণের জন্য দলকে কার্যত অস্বস্তিতেও পড়তে হয়। এই ঘটনাই নজরে আসে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে। তারপরই মনে করা হচ্ছে আজ হয়ত দল শোকজ করতে পারে তাঁকে।

Next Article