Shantanu Thakur: ‘ও অনেক বেশি চৌকস, বুড়ো ঘোড়াদের বিশ্রামের দরকার’, আচমকা অভিষেকের ভূয়সী প্রশংসা শান্তনুর

Dipankar Das | Edited By: জয়দীপ দাস

Jan 23, 2025 | 8:15 PM

Shantanu Thakur: বৃহস্পতিবার বিকালে বাগদার হেলেঞ্চাতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে যোগ দিয়েছিলেন শান্তনু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের ভূয়সী প্রশংসা করেন তিনি। তা নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে।

Shantanu Thakur: ‘ও অনেক বেশি চৌকস, বুড়ো ঘোড়াদের বিশ্রামের দরকার’, আচমকা অভিষেকের ভূয়সী প্রশংসা শান্তনুর
রাজনৈতিক মহলে জোর শোরগোল
Image Credit source: Facebook

Follow Us

বাগদা: “বিজেপিতে যারা আছে, তাদের মধ্যে সাংগঠনিকভাবে, প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অনেকটাই এগিয়ে। যেহেতু শুভেন্দু মমতার স্কুলের ছাত্র, ভাল স্কুলের তো একটা ছাপ থাকে!” একদিন আগে ঠিক এ ভাষাতেই বিধানসভার বিরোধী দলনেতা তথা পুরনো সতীর্থ শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তা নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আবার করে ফেললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দরাজ প্রশংসা। 

বৃহস্পতিবার বিকালে বাগদার হেলেঞ্চাতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে যোগ দিয়েছিলেন শান্তনু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেকের ভূয়সী প্রশংসা করেন তিনি। শান্তনুর কথায়, “অভিষেক নতুন জেনারেশনের ছেলে, অনেক বেশি চৌকস, অনেক বেশি এক্সপার্ট। আমি মনে করি যারা বুড়ো ঘোড়া তাদের রেস্ট নেওয়া উচিত। আমি আগে বলেছিলাম আস্তাবলের বুড়ো ঘোড়াদের সরিয়ে দেওয়া উচিত। যাদের দ্বারা সরকার চলছে না তাদের রেখে লাভ কী আছে! নতুন জেনারেশনকে এগিয়ে দিতে হবে।” 

বিগত কয়েক মাসে তৃণমূলে ভালই প্রকট হয়েছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব। প্রকাশ্যেই মুখ খুলতে দেখা গিয়েছে একাধিক তাবড় তাবড় নেতাদের। যা নিয়ে চাপানউতোর চলছেই। দলের অন্দরে রদবদল নিয়েও তুঙ্গে চর্চা। সরস্বতী পুজোর পরেই রদবদলের বাস্তবায়ন দেখা যেতে পারে বলে খবর। নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়েও এদিন খোঁচা দিয়েছেন শান্তনু। তাঁর কথায়, “ভিতরের ভাঙনটা খুব ভালভাবে হয়েছে। এটা চলতে থাকুক । সময় ঘনিয়ে এসেছে।”  

Next Article