Madan Mitra: মুখে ‘লাগাম’ টানলেন মদন মিত্র, বললেন, ‘যা প্রচার পেয়েছি, অনেক’… হঠাৎ হল কী?
Madan Mitra: পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর একাধিকবার সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন মদন মিত্র। কখনও তাঁকে বলতে শোনা গিয়েছে, পার্থর এত বড় পুজোয় লোকজন এসে কী আলোচনা করবেন, তা নিয়ে তাঁর ভাবতেও ভয় করে।
উত্তর ২৪ পরগনা: শাসকদলের দুই ‘ওজনদার’ নেতা গ্রেফতার হওয়ার পর থেকেই দলের অন্দরে একটা অস্বস্তি তৈরি হয়েছে। সেই অস্বস্তি আরও কিছুটা বাড়িয়ে দিচ্ছে দলেরই কোনও কোনও নেতার ‘বিস্ফোরক’ মন্তব্য। সূত্রের খবর, কিছুদিন আগেই পার্থর গ্রেফতারির পর দলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। সে সময় শোনা গিয়েছিল, দল তাঁকে ‘সেনশিওর’ (Censure) করেছে। পার্থ নিয়ে কোনও কথা তাঁকে বলতে না করা হয়েছে। অন্যদিকে শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতরও বক্তব্য ঘিরে খুব হইচই দলের অন্দরে। এরইমধ্যে এবার সংবাদমাধ্যমে মন্তব্য করা নিয়ে বোমা ফাটালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। একটি ভিডিয়ো বার্তায় জানালেন, তাঁর বক্তব্যে বিড়ম্বনায় পড়তে হচ্ছে দলকে। তাই তিনি সংবাদমাধ্যমে কথা বলার ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা মেনে চলবেন। মদনের কথায়, তৃণমূলের সুবাদে তিনি এতদিনে যা প্রচার পেয়েছেন, তাতে তাঁর আর প্রচারের প্রয়োজন নেই।
তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “আমার রাজনৈতিক দলের নামে শপথ করছি, আমি কোনও সংবাদমাধ্যমের সঙ্গে কেমন আছেন ভাল আছেনের বাইরে অথবা কোনও পাবলিক মিটিংয়ে অথবা প্রোগ্রামের ব্যাপারে ছাড়া কোনও ইনডিভিজুয়াল বাইট দেব না। কথা মানে কথাই। আমার যা বলার আমি আমার ফেসবুকে বলব, ইনস্টায় বলব, ইউটিউবে বলব। আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের বলছি আমাকে ভুল বুঝবেন না। আপনাদের সঙ্গে আমার বন্ধুত্ব অটুট রইল। খালি আমার কাছে কোনও বাইট বা বুম নিয়ে বলবেন না অমুক ব্যাপার আপনার প্রতিক্রিয়া কী। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তৃণমূল কংগ্রেসের দয়ায় মদন মিত্র নামটা এমন একটা নাম পশ্চিমবঙ্গে, আমার আর প্রচারের কোনও প্রয়োজন নেই। আমি যা প্রচার পেয়েছি তৃণমূলের পক্ষে তাতে মদন মিত্রর নাম যদি আগামী পাঁচ বছর উচ্চারিত না হয় তবু বাংলার মানুষ আমাকে মনে রাখবেন।”
এরপরই মদন মিত্রকে বলতে শোনা যায়, “পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল কী করেছেন, কী করেননি, তাঁদের বিরুদ্ধে কী হবে কী হবে না সেটা আদালতে চলছে। সবটাই বিচারাধীন। আমি কোনও মন্তব্য করব না। শুধু বলব, তাঁদের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচিতি যথেষ্ট ভাল। হৃদ্যতা দীর্ঘদিন ছিল। আমার কোনও মন্তব্যে তাঁদের আঘাত করার মতো মানসিকতা আমার ছিল না। কিন্তু যে কোনও কারণেই হোক একটি বিবৃতিকে কেন্দ্র করে এমনভাবে কিছু মন্তব্য বেরিয়েছে যাতে বোঝা যাচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডলকে বা আমার পার্টিকে বিড়ম্বনায় ফেলে আঘাত করার চেষ্টা করেছি।”
পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর একাধিকবার সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন মদন মিত্র। কখনও তাঁকে বলতে শোনা গিয়েছে, পার্থর এত বড় পুজোয় লোকজন এসে কী আলোচনা করবেন, তা নিয়ে তাঁর ভাবতেও ভয় করে। কখনও আবার বলেছেন, একলা থাকাও অভ্যাস করতে হয়। হিটলারও বাঙ্কারে একাই ছিলেন।