
বসিরহাট: গত কয়েকমাসে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছে সন্দেশখালি। আর এই সন্দেশখালি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাট ২০০৯ সাল থেকে তৃণমূলের দখলে। একসময় বামেদের গড় ছিল বসিরহাট। এখন সেখানে প্রাপ্ত ভোটের নিরিখে তৃতীয় স্থানে তারা। একুশের নির্বাচনে এই কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের সবগুলি জেতে তৃণমূল। প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে বিজেপি। চব্বিশের নির্বাচনে সন্দেশখালি ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ও বামেরা। আবার একাধিক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর পাল্টা বিরোধীদের বিরুদ্ধে প্রচারে নেমেছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে বসিরহাটের ভোটাররা কাকে বেছে নেবেন, তা জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।
বসিরহাট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৬,৭৬,৬৮৩। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২৫.৪ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ৬.৫ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৪৬.৩ শতাংশ। গ্রামীণ ভোটার ৮৬.৫ শতাংশ। শহুরে ভোটার ১৩.৫ শতাংশ।
২০০৯ সাল থেকে আসনটি তৃণমূলের দখলে থাকলেও প্রত্যেকবার প্রার্থী বদল করেছে ঘাসফুল শিবির। ২০১৯ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী ছিলেন অভিনেত্রী নুসরত জাহান। ৭ লক্ষ ৮১ হাজারের বেশি ভোট পেয়েছিলেন তিনি। নিকটতম বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে সাড়ে তিন লক্ষের বেশি ভোটে হারান।
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
| নির্বাচন | বিধানসভা কেন্দ্র | কংগ্রেস | বিজেপি | তৃণমূল |
| ২০১৯ | বাদুড়িয়া | ২৯,২৮৯ | ৫৬,৩১০ | ৯৬,২১৬ |
| ২০২১ | বাদুড়িয়া | ৪৫,২৩১ | ৫৩,২৫৭ | ১,০৯,৭০১ |
| ২০১৯ | হাড়োয়া | ১৭,২০৯ | ৩৬,৯৯৫ | ১,৩৪,৫৪৩ |
| ২০২১ | হাড়োয়া | প্রার্থী দেয়নি | ৩৮,৫০৬ | ১,৩০,৩৯৮ |
| ২০১৯ | মিনাখাঁ | ৮,৪৯২ | ৫১,৮৬৭ | ১,১৮,৪৩৩ |
| ২০২১ | মিনাখাঁ | ৪৪,৬০৬ (সিপিএম) | ৫৩,৯৮৮ | ১,০৯,৮১৮ |
| ২০১৯ | সন্দেশখালি | ২,৮২২ | ৭৬,৬৮৮ | ১,০৩,৬০০ |
| ২০২১ | সন্দেশখালি | প্রার্থী দেয়নি | ৭২,৭৬৫ | ১,১২,৪৫০ |
| ২০১৯ | বসিরহাট দক্ষিণ | ১৩,৯৪৯ | ৯০,৫০৬ | ১,০৫,৪০৬ |
| ২০২১ | বসিরহাট দক্ষিণ | ২৩,০৮৯ | ৯১,৪০৫ | ১,১৫,৮৭৩ |
| ২০১৯ | বসিরহাট উত্তর | ৩০,৪০৮ | ৪৪,৯৮০ | ১,২৭,৭৩৬ |
| ২০২১ | বসিরহাট উত্তর | প্রার্থী দেয়নি | ৪৭,৫০৫ | ১,৩৭,২১৬ |
| ২০১৯ | হিঙ্গলগঞ্জ | ১,৯৬৮ | ৭৩,৭৫৯ | ৯৫,৯৮৬ |
| ২০২১ | হিঙ্গলগঞ্জ | ৬,০০৮ (সিপিআই) | ৭৯,৭৯০ | ১,০৪,৭০৬ |
একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?
একুশের বিধানসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাতেই ফোটে ঘাসফুল। বাদুড়িয়ায় জয়ী হন তৃণমূলের কাজি আব্দুর রহিম। হাড়োয়ায় জেতেন হাজি শেখ নুরুল ইসলাম। তৃণমূলের টিকিটে মিনাখাঁয় জয়ী হন ঊষারানি মণ্ডল। সন্দেশখালিতে জেতেন ঘাসফুল প্রার্থী সুকুমার মাহাতো। বসিরহাট দক্ষিণে জয়ী হন সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। বসিরহাট উত্তরে জেতেন রফিকুল ইসলাম মণ্ডল। এবং তৃণমূলের টিকিটে হিঙ্গলগঞ্জে জয়ী হন দেবেশ মণ্ডল।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৩০.৩ শতাংশ ভোট। তৃণমূল ৫৪.৯ শতাংশ, সিপিআই ৪.৮ শতাংশ ও কংগ্রেস ৭.৩ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ২৮.৬ শতাংশ ভোট। তৃণমূল ৫৩.৭ শতাংশ, সিপিএম ২.৯ শতাংশ ও কংগ্রেস ৪.৫ শতাংশ ভোট পায়।
চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?
হাড়োয়ার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির প্রতিবাদী মহিলা রেখা পাত্রকে। আর এই কেন্দ্রে সিপিএম প্রার্থী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।