Asansol: হায়দরাবাদে কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের!
Asansol: গত ১৯ জুন কয়েকজন বন্ধুর সঙ্গে এক বেসরকারি কারখানায় কাজে যোগ দিতে হায়দরাবাদে যান রোশন। কাজে যোগ দেওয়ার পর কারখানার আবাসনে থাকতেন রোশন ও রঞ্জিত। গত ২ জুলাই বুধবার কারখানার ওই আবাসন থেকে রোশনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

আসানসোল: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম রোশন হেলা ওরফে ডাবা(৪৩)। উত্তর আসানসোলের রামকৃষ্ণ ডাঙালের ভুঁইয়া পাড়ার বাসিন্দা। ঘটনার পর থেকেই নিখোঁজ তাঁর সঙ্গী রঞ্জিত পণ্ডিত। পুলিশের সন্দেহ ঘটনায় জড়িত থাকতে পারেন তিনি। তাই নিখোঁজ নয়, রঞ্জিত পলাতক বলে দাবি পুলিশের। তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশ।
গত ১৯ জুন কয়েকজন বন্ধুর সঙ্গে এক বেসরকারি কারখানায় কাজে যোগ দিতে হায়দরাবাদে যান রোশন। কাজে যোগ দেওয়ার পর কারখানার আবাসনে থাকতেন রোশন ও রঞ্জিত। গত ২ জুলাই বুধবার কারখানার ওই আবাসন থেকে রোশনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশ। অভিযোগ ঘটনার পর থেকেই পলাতক তাঁর সঙ্গী।
রোশনের পরিবারের দাবি, ঘটনার খবর আসানসোল উত্তর থানার পুলিশ দিয়েছে। তারপরই পরিবারের সদস্যরা হায়দরাবাদ রওনা দিয়েছে। ২৪ জুন আধার কার্ডের OTP চেয়ে শেষবার ফোন এসেছিল আসানসোলের বাড়িতে। কারও সঙ্গে শত্রুতা ছিল না রোশনের পরিবারের দাবি। আসানসোল উত্তর থানার পুলিশ মৃত রোশনের পরিবারকে অস্বাভাবিক মৃত্যুর কথা জানায়। সেই খবর পেয়ে রোশনের দাদা বৃহস্পতিবার রওনা হয়েছেন হায়দরাবাদে। খুনের তদন্তের দাবি জানিয়েছে রোশনের পরিবার।

