Bus service: শহরবাসীর জন্য সুখবর, চালু হল নতুন ২টি AC বাস, কোন রুটে চলবে?
Durgapur: দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল গরমে ঘেমে নয়, শীতল হাওয়ায় অফিস-স্কুল-কলেজে পৌঁছনোর সুবিধা। সেই চাওয়া পূরণে আপাতত চালু হল দুটি এসি ই-বাস,ভবিষ্যতে আরও আসবে ধাপে ধাপে। চার্জিং স্টেশনও তৈরি হবে শহরের বিভিন্ন জায়গায়। যাতে এই সবুজ যাত্রা থেমে না যায়।

দুর্গাপুর: শহর কলকাতায় অফিস যাত্রীদের একাংশ এসি বাসের জন্য অপেক্ষা করেন। এবার আর শুধু কলকাতা নয়, এর পাশাপাশি দুর্গাপুর শিল্পাঞ্চলে পরিবেশবান্ধব বাসের উদ্বোধন। দুর্গাপুর পেল প্রথম শীততাপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক বাস। রাখি পূর্ণিমার দিনই এই বাস পেল দুর্গাপুরবাসী।
একদিকে ভাই-বোনের স্নেহের বাঁধন, অন্যদিকে পরিবেশের সুরক্ষায় সবুজ বার্তা ছড়ালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। রাখির সকালে তিনি উদ্বোধন করলেন দুর্গাপুর শিল্পাঞ্চলের দুটি এসি বৈদ্যুতিক বাস। যা চলবে শিল্পাঞ্চলের ভেতর। একই সঙ্গে চালু হলো করুণাময়ী–কলকাতা,দুর্গাপুর–সাগরদিঘী ও দুর্গাপুর–পুরুলিয়া রুটের আরও পাঁচটি পরিবেশবান্ধব বাস।
দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল গরমে ঘেমে নয়, শীতল হাওয়ায় অফিস-স্কুল-কলেজে পৌঁছনোর সুবিধা। সেই চাওয়া পূরণে আপাতত চালু হল দুটি এসি ই-বাস,ভবিষ্যতে আরও আসবে ধাপে ধাপে। চার্জিং স্টেশনও তৈরি হবে শহরের বিভিন্ন জায়গায়। যাতে এই সবুজ যাত্রা থেমে না যায়। দুর্গাপুরের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর থেকেও পরিবেশবান্ধব বাস চালানোর পরিকল্পনা আছে বলে জানালেন মন্ত্রী প্রদীপ মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত,এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল,দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়,দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, নগর নিগম ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা।
এ দিন, মন্ত্রী প্রদীপ মজুমদার সাংবাদিকদের জানান, “দুর্গাপুরের মানুষের বহুদিনের চাহিদা আজ পুরণ হল। এই বাস শুধু আরাম নয়, পরিবেশ রক্ষাও করবে।”

