Moloy Ghatak: এবার মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই, এলাকা ঘিরেছে কেন্দ্রীয় বাহিনী
Moloy Ghatak: বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে মলয় ঘটকের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা।
আসানসোল: মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই তল্লাশি। কয়লা পাচার কাণ্ডে চলছে তল্লাশি। বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে মলয় ঘটকের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। প্রথমে সিবিআই আধিকারিকরা মন্ত্রী আসানসোলের বাড়িতে যান। সেখানে বেশ কিছুক্ষণ থাকার পর বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা। পরে রওনা দেন আসানসোলেই মন্ত্রীর পৈত্রিক বাড়ির উদ্দেশে। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে সূত্র মারফত খবর, এই মুহূর্তে কলকাতায় রয়েছেন মন্ত্রী। মন্ত্রীর আসানসোলের তিনটি ও কলকাতার একটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই।
জুলাই মাসে মলয় ঘটককে ডেকে পাঠিয়েছিলেন ইডি। কিন্তু সে সময় ইডি দফতরে হাজিরা দেননি তিনি। আগামী ১৪ সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার মধ্যেই সিবিআই হানা। অতর্কিত এই হানায় তাজ্জব বঙ্গ রাজনীতি। জেলা তৃণমূল নেতৃত্ব এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। মন্ত্রী সাধারণ সোম থেকে শুক্র কলকাতাতেই থাকেন, শনি ও রবিবার তাঁর জেলার বাড়িতে যান। এটাই তাঁর সাধারণ রুটিন। তাই ধরে নেওয়া হচ্ছে, এই মুহূর্তে আসানসোলের বাড়িতে নেই মন্ত্রী মলয় ঘটক।
উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডে সিবিআই ও ইডি সমান্তরাল ভাবে তদন্ত করছেন। সকাল ৮.১৫ মিনিট নাগাদ মন্ত্রীর পুরনো বাড়িতে যায় সিবিআই। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। তারপর সেখান থেকে বেরিয়ে পুরনো বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে বেশ কয়েক বার নোটিস দেওয়া সত্ত্বেও মলয় তদন্তকারীদের মুখোমুখি হননি। ১৪ সেপ্টেম্বর তাঁর হাজিরা দেওয়ার কথা রয়েছে। এই নিয়ে আগেই মলয় ঘটকের প্রতিক্রিয়া জানার জন্য ফোন করা হয়েছিল, কিন্তু তিনি ফোন ধরেননি।