Asansol Bi Election: আসানসোলে থেকে উন্নয়নের কাজ করবেন? জয়ের পর কী বললেন নবনির্বাচিত সাংসদ?

Asansol Bi Election: জয়ের পর TV9 বাংলাকে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গেম চেঞ্জার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। জয়ের পর শরীরি ভাষায় আত্মবিশ্বাস ভরপুর। আসানসোলে এসে থাকার কথাও জানালেন তিনি।

Asansol Bi Election: আসানসোলে থেকে উন্নয়নের কাজ করবেন? জয়ের পর কী বললেন নবনির্বাচিত সাংসদ?
কী বলছেন আসানসোলের নবনির্বাচিত সাংসদ?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 10:56 PM

আসানসোল : আসানসোলের লোকসভা উপনির্বাচনে জয় ছিনিয়ে নিল তৃণমূল। বাবুল বিজেপি ছাড়ার পরই ফুলবদল হল আসানসোল লোকসভা কেন্দ্রে। বাম জমানা থেকেই এই আসানসোল লোকসভা কেন্দ্র তৃণমূলের অধরাই ছিল। অতীতে লড়াইয়ে নেমেও খালি হাতে ফিরতে হয়েছিল দোলা-মুনমুনদের। শেষে বিহারীবাবু শত্রুঘ্ন সিনহার জয়েই আসানসোল হাতে পেল তৃণমূল। জয়ের পর TV9 বাংলাকে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গেম চেঞ্জার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। জয়ের পর শরীরি ভাষায় আত্মবিশ্বাস ভরপুর। আসানসোলে এসে থাকার কথাও জানালেন তিনি।

শত্রুঘ্নর হাত ধরেই আসানসোলে প্রথমবার জয়ের স্বাদ পেল তৃণমূল। শুধু জয়ই নয়, রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল। আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচনে এত বড় মার্জিনে আগে কেউ জেতেননি। জয়ের পর এই বিশাল ব্যবধানে জয়ের পূর্ণ কৃতিত্ব দিলেন আমজনতার আশীর্বাদকে। বললেন, “মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহান নেত্রীকে সমর্থন করেছে। তৃণমূলের সবার চেষ্টায় এই জয় এসেছে। এই জন্যই আমরা ইতিহাস সৃষ্টি করতে পেরেছি। আমার একার কোনও কৃতিত্ব নেই।” তিনি আরও বলেন, “জয়ের জন্য আমার অনুদান সবথেকে কম। বেশি অনুদান রয়েছে তৃণমূল কংগ্রেসের। মলয় ঘটকের অনুদান রয়েছে। দলের যে কর্মী ও সমর্থকরা বসে আছেন এখানে, এরা সবাই নিজের মতো করে কাজ করেছেন। সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই জয়।”

এর পাশাপাশি শত্রুঘ্ন সিনহার নিকটতম প্রতিদ্বন্দ্বী অগ্নিমিত্রা পালকেও শুভেচ্ছা জানান তিনি। বললেন, “আমি তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কখনও বিরোধী দলের প্রার্থীর নাম নিইনি। এই লড়াই তাঁর (অগ্নিমিত্রা পাল) বিরুদ্ধে নয়। লড়াই হচ্ছে একটি আদর্শের সঙ্গে অন্য একটি আদর্শের। একটি বিচারধারার সঙ্গে অন্য একটি বিচারধারার লড়াই। কোনও মানুষের সঙ্গে লড়াই নয়।”

আসানসোলের লড়াইয়ে রেকর্ড মার্জিনে জয়ে পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় মলয় ঘটককে ফোন করেছিলেন। সেই সময় শত্রুঘ্ন সিনহা এবং তাঁর স্ত্রীর সঙ্গেও কথা হয়েছিল মমতার। শত্রুঘ্ন জানান, এই জয়ে মুখ্যমন্ত্রী খুবই খুশি। নবনির্বাচিত সাংসদ আরও জানান, তিনি আসানসোলে থেকেই উন্নয়নের কাজ করবেন। সেই সবের ব্যবস্থা করছেন তিনি।

আরও পড়ুন : Fraudster in Kolkata: লোন কিংবা টাওয়ার বসানোর নামে কেউ ফোন করছে? সতর্ক থাকুন, ওপারে ওৎ পেতে বসে থাকতে পারে প্রতারক