Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: সালানপুরে তৃণমূল নেতার বাড়ির গ্যারাজে আগুন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না উঠছে প্রশ্ন

Asansol: নাগ বাড়ির সদস্যরা জানান, অন্যান্য দিনের মতো গত রাতেও খাওয়া দাওয়া সেরে তাঁরা শুয়ে পড়েছিলেন।

Asansol: সালানপুরে তৃণমূল নেতার বাড়ির গ্যারাজে আগুন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না উঠছে প্রশ্ন
কে বা কারা এই আগুন লাগাল তা নিয়ে প্রশ্ন উঠছে। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2022 | 8:16 PM

আসানসোল: তৃণমূল কর্মীর গ্যারাজে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল রূপনারায়ণপুরে। অভিযোগ, দু’টি মোটরবাইক পুড়ে যায় গ্যারাজে। বুধবার গভীর রাতে কেউ এই আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। গ্যারাজের ভিতরে থাকা একটি চার চাকার গাড়ি কোনওভাবে আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে অভিযোগকারী জানান, সময়মতো আগুন লাগার বিষয়টি টের না পেলে বাড়ি ভর্তি সকলের ভয়াবহ পরিণতি হতে পারত। সালানপুরের বাসিন্দা শচীন নাগ। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত। কে বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে কোনও রাজনৈতিক কারণে এই ঘটনা কি না তা নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। অভিযোগ, বাড়ির সমস্ত দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগানো হয়েছে। সালানপুর ব্লকের জেমারি গ্রামে এই ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সালানপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়।

জেমারি হাটতলা সংলগ্ন প্রাইমারি স্কুল অঞ্চলে বাড়ি ইসিএল কর্মী অসীম নাগের। পরিবার নিয়ে থাকেন এখানকার দোতলা বাড়িতে। তাঁরই ছেলে শচীন নাগ। তিনি এলাকায় বেশ পরিচিত নাম। নাগ বাড়ির ভিতরই গাড়ি রাখার ব্যবস্থা করা আছে। ছাউনি দিয়ে অস্থায়ী গ্যারাজ তৈরি করে সেখানেই বাইক, চার চাকার গাড়ি রাখা হয়। সেখানে গ্যাস সিলিন্ডার-সহ বাড়ির অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও রাখা হয়।

নাগ বাড়ির সদস্যরা জানান, অন্যান্য দিনের মতো গত রাতেও খাওয়া দাওয়া সেরে তাঁরা শুয়ে পড়েছিলেন। মাঝ রাতে বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় দুই সিভিক পুলিশ সেখানে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গে বাড়ির লোকদের ডেকে তোলেন। কিন্তু বাড়ির লোকেরা বুঝতে পারেন দরজা বাইরে থেকে বন্ধ করা আছে। সে সময় স্থানীয় লোকজন পাঁচিল টপকে ভিতরে ঢুকে দরজা খুলে দেন। যদিও ততক্ষণে দু’টি বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বাগানে রাখা বোলেরো গাড়িতে পেট্রোল ছেটানো হয়েছিল বলে অভিযোগ।

ঘটনাস্থলে একটি মদের বোতলে বেশ কিছুটা পেট্রোল দেখতে পাওয়া যায় বলেও অভিযোগ করা হয়েছে। অনুমান ওই বোতলে পেট্রোল ঢেলে তা ছিটিয়ে দেওয়া হয়েছিল বাইক ও বোলেরো গাড়িতে। যদি ওই দুই সিভিক পুলিশ সেই সময় ওই এলাকা দিয়ে না যেতেন বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই অভিযোগ। এমনকী পাশেই গ্যাস সিলিন্ডার রাখা ছিল। তাতেও আগুন ধরে গিয়ে গোটা বাড়ি বিপদে পড়তে পারত বলে আশঙ্কা শচীন নাগের। কিন্তু কে বা কারা কেন এই ঘটনা ঘটাল তা নিয়ে কোনও সূত্র পাচ্ছেন না তাঁরা। সালানপুর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এদিকে এই ঘটনার সংবাদ পেয়েই শচীন বাবুর কাছে ছুটে যান তৃণমূল নেতা মুকুল উপাধ্যায়, ভোলা সিং ও অন্যান্যরা। তারা বলেন, এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে দুষ্কৃতীরা। কড়া হাতে পুলিশ যাতে এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তা বলা হয়েছে।

আরও পড়ুন : Trinamool Congress: তৃণমূলের মিডিয়া প্যানেলে এবার কি সেলেব মুখ? শোনা যাচ্ছে সায়নী, জুন, সায়ন্তিকার নাম