Modi in Durgapur: শুক্রবার দুপুরে দুর্গাপুরে পৌঁছবেন মোদী, সভায় থাকবেন মিঠুন চক্রবর্তী
Durgapur: প্রধানমন্ত্রী সড়কপথে বিমানবন্দর থেকে নেহরু স্টেডিয়ামে আসার সময় গান্ধী মোড় থেকে রাস্তার পাশে বিজেপি সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা আছে। সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে।

দুর্গাপুর: দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে বেলা ২টো ৩৫ মিনিটে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে যাবেন দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন বেলা ৩টে নাগাদ। সেখানে দুটি মঞ্চ করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য। ৩টে থেকে ৩টে ৩০ পর্যন্ত সরকারি অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি।
এরপর বেলা ৩টে ৪৫ মিনিট থেকে নেহরু স্টেডিয়ামেই অন্য একটি মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দিল্লি ফিরে যাবেন তিনি।
প্রধানমন্ত্রী সড়কপথে বিমানবন্দর থেকে নেহরু স্টেডিয়ামে আসার সময় গান্ধী মোড় থেকে রাস্তার পাশে বিজেপি সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকার কথা মিঠুন চক্রবর্তীর। সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদের।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দুর্গাপুর সফরের প্রস্তুতি তদারকি করতে শহরে পৌঁছেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, সতীশ ধন্দ, সৌমিত্র খাঁ, লক্ষণ চন্দ্র ঘোরুই সহ স্থানীয় বিজেপি নেতারা। একদিনের জন্য দুর্গাপুরে এসে সবকিছু তদারকি করে গিয়েছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল।
বৃহস্পতিবার দুর্গাপুরে যাবেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। দুপুর তিনটে থেকে একটি সাংবাদিক সম্মেলন করবেন। প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোদীর সভায় থাকবেন বলেও জানা গিয়েছে।
