Durgapur: জঙ্গলে পিকনিক করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কৌশিক-প্রীতম-অরিত্রদের, পুকুর থেকে উঠল ৩ যুবকের লাশ
Durgapur: তাঁদের চিৎকার-চেঁচামেচি শুনে ততক্ষণে ছুটে এসেছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। তাঁরাও এসে উদ্ধারকাজে হাত লাগান। কিন্তু, শেষ রক্ষা সম্ভব হয়নি। শেষে খবর দেওয়া হয় বুদবুদ থানায়। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশের সঙ্গে আসে কাঁকসা থানার পুলিশও।

দুর্গাপুর: পুকুরে স্নানে নেমেছিল তিন যুবক। শেষ পর্যন্ত উঠল তিন লাশ। চাঞ্চল্য়কর ঘটনা দুর্গাপুরের বুদবুদের গোবিন্দপুর এলাকায়। ওই এলাকাতেই রয়েছে একটি ঘন জঙ্গল। পাশেই রয়েছে একটি পুকুর। স্থানীয় সূত্রে খবর, ওই পুকুরের পাড়েই বৃহস্পতিবার সকাল থেকে পিকনিক করছিল ৪ যুবক। পিকনিকের মাঝেই স্নানে নামে তিন জন। কিন্তু, কিছু সময়ের মধ্যে তিনজনই তলিয়ে যায়। তাঁদের উদ্ধার করতে ছুটে আসে আর এক বন্ধু। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়।
তাঁদের চিৎকার-চেঁচামেচি শুনে ততক্ষণে ছুটে এসেছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। তাঁরাও এসে উদ্ধারকাজে হাত লাগান। কিন্তু, শেষ রক্ষা সম্ভব হয়নি। শেষে খবর দেওয়া হয় বুদবুদ থানায়। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশের সঙ্গে আসে কাঁকসা থানার পুলিশও। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন গিয়েও উদ্ধার কাজে হাত লাগায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় কৌশিক পাল (২৩), ও প্রীতম পাঁচাল (২৪) নামে দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়।
কৌশিক ও প্রীতমকে উদ্ধার করা গেলেও তাঁদের বন্ধু অরিত্র পালের (২৩) দেহ উদ্ধার করা যায়নি। তাঁর খোঁজে দীর্ঘ সময় ধরে চলতে থাকে তল্লাশি। যদি বেশ কিছু সময় পর অরিত্রর দেহও উদ্ধার হয়। যদিও ততক্ষণে সব শেষ। তিন জনই পানাগড়ের বাসিন্দা বলে জানা যাচ্ছে। খবর পৌঁছেছে পরিবারে। শোকের ছায়া এলাকায়।





