West Bengal STF: ময়দার বস্তার তলায় বোতলের পর বোতল! ভিন রাজ্য থেকে লুকিয়ে ঢুকছিল এসব জিনিস
Bengal STF: প্রায় ২০ হাজার বোতল ফেনসেডিল উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে এক বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফসিরাপ বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাস্ক ফোর্স। বিশেষ এই অভিযানে দু'জনকে আটক করেছে পুলিশ।
দুর্গাপুর: মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফসিরাপ। প্রায় ২০ হাজার বোতল ফেনসেডিল উদ্ধার করেছে পুলিশ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে এক বিশেষ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফসিরাপ বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাস্ক ফোর্স। বিশেষ এই অভিযানে দু’জনকে আটক করেছে পুলিশ। গোপন সূত্র মারফত রাজ্য পুলিশের এসটিএফের কাছে আগেভাগেই খবর ছিল। সেই মতো প্রস্তুতও ছিলেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা।
পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের রাঁচির দিক থেকে একটি মালবোঝাই ট্রাক আসছিল বাংলায়। ট্রাকের মধ্যে ছিল ভর্তি ময়দার বস্তা। গোপন সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকটিকে দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এবিএল মোড় সংলগ্ন সার্ভিস রোডে আটকান স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। সেই ট্রাকে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ রাজ্য পুলিশের এসটিএফ অফিসারদের। ট্রাকের মধ্যে ময়দার বস্তার নীচে লুকিয়ে রাখা ছিল এক গাদা নিষিদ্ধ ফেনসেডিল। সব মিলিয়ে প্রায় ২০ হাজার বোতল নিষিদ্ধ কাফসিরাপ বাজেয়াপ্ত হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড হয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর হয়ে এই বিপুল পরিমাণ ফেনসেডিলের বোতল বাংলাদেশে পাচারের ছক ছিল। কিন্তু তার আগেই গোটা ছক বানচাল করে দিলেন রাজ্য পুলিশের এসটিএফের অফিসাররা। মুর্শিদাবাদে পৌঁছানোর আগেই ১৯ নম্বর জাতীয় সড়কের উপর থেকে সেগুলিকে বাজেয়াপ্ত করল রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স।