Medinipur: গ্রাহক সেজে সোনার দোকানে ‘অপারেশন’, আধ ঘণ্টার মধ্যেই গ্রেফতার
Medinipur: তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানায়। ঘটনার পর বিভিন্ন রাস্তার মোড়ে লাগানো সিসিটিভি খতিয়ে দেখেন পুলিশ কর্মীরা। পাশাপাশি সতর্ক করা হয় বিভিন্ন এলাকার নাকা পয়েন্টগুলিকে।

মেদিনীপুর: গ্রাহক সেজে সোনার দোকানে ঢুকে গয়না ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী! আধ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্তরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গড়বেতায়। জানা গিয়েছে, সোমবার দুপুরে গ্রাহক সেজে একটি সোনার দোকানে ঢুকে পড়ে দু’জন। সোনার হার দেখতে চায় তারা। একটার পর একটা হার দেখতে চায়। দোকানের কর্মী যখন হার দেখাতে ব্যস্ত, তারই ফাঁকে একটি সোনার হার নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। দোকানের কর্মী বিষয়টা বুঝতে পেরেই মালিককে খবর দেন।
তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানায়। ঘটনার পর বিভিন্ন রাস্তার মোড়ে লাগানো সিসিটিভি খতিয়ে দেখেন পুলিশ কর্মীরা। পাশাপাশি সতর্ক করা হয় বিভিন্ন এলাকার নাকা পয়েন্টগুলিকে। চন্দ্রকোণা রোডের কিয়াবনি এলাকায় থাকা নাকা পয়েন্টে ট্রাফিক পুলিশের নজরে আসে দুষ্কৃতীদের গাড়িটি। এরপর গাড়ি থামিয়ে চেকিং করার সময় পাকড়াও করা হয় দুই দুষ্কৃতী। জানা গিয়েছে ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনার টিটাগর থানা এলাকায়।
উল্লেখ্য, সম্প্রতি খড়্গপুর শহরের গোল বাজারে রীতিমতো গুলি চালিয়ে ফিল্মি কায়দায় ডাকাতির চেষ্টা চলে। পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই জালে ধরা পড়ে ডাকাতরা। এই ঘটনার পর ফের দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান। সোমবারের ঘটনায় ধৃতদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুই দুষ্কৃতীকে। সপ্তাহের প্রথম কাজের দিনেই এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গড়বেতা এলাকায়। তার কিছু দিন আগেই রানাঘাট ও পুরুলিয়ায় সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। তাতে বিহার যোগের প্রমাণ মেলে।





