Agnimitra Paul: ‘দরজার পাশে দাঁড়িয়ে বেঙ্গল পুলিশ ভোট করাচ্ছে’, মারত্মক অভিযোগ অগ্নিমিত্রার
Agnimitra Paul: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কান্দামারি আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের ঘটনা। অগ্নিমিত্রা পালের কাছে অভিযোগ আসছিল, এই বুথে বিজেপির পোলিং এজেন্টকে ভয় দেখিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে। তাঁকে তৃণমূলের লোকজন বসতে দিচ্ছে না।
মেদিনীপুর: একদিকে কেশপুরে যখন বিক্ষোভের মুখ পড়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ঠিক আর এক বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে দেখা গেল ‘দাবাং’মেজাজে। কার্যত আঙুল উঁচিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীকেও অগ্নিমিত্রা প্রশ্ন করেন, “রাজ্য পুলিশকে কেন ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন?”
কী ঘটেছে?
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কান্দামারি আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের ঘটনা। অগ্নিমিত্রা পালের কাছে অভিযোগ আসছিল, এই বুথে বিজেপির পোলিং এজেন্টকে ভয় দেখিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে। তাঁকে তৃণমূলের লোকজন বসতে দিচ্ছে না। এরপরই ছুটে আসেন তিনি। কথা বলেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে। আশ্বস্ত করেন ওই পোলিং এজেন্টকে। জল ও খাবার দিয়ে যান। বলেন, “কোনও চিন্তা করিস না। আমি এখানেই আছি…”
এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “দরজার পাশে দাঁড়িয়ে বেঙ্গল পুলিশ ভোট করাচ্ছে। আর কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখছেন। প্রিসাইডিং অফিসার দেখছেন। আর আমার পোলিং এজেন্টকে বের করিয়ে তৃণমূল উঠিয়ে নিয়ে যাচ্ছে। এখন তাঁকে আবার ভিতরে বসিয়ে দিয়ে এলাম। ও ভয়ে কাঁদছে।”