Asansol: বাংলার মুখ উজ্জ্বল করলেন আসানসোলের সিঞ্চন, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Chandra Shekhar Chatterjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 17, 2024 | 9:55 AM

Asansol: এসিপি ঈপ্সিতা দত্ত বলেন, সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর এই কৃতিত্ব অবশ্যই খুব গর্বের। তাঁর বাড়ি হীরাপুর থানা এলাকায়। আমরা চাই আগামিদিনে কর্মক্ষেত্রে আরও ভাল কাজ করে দেশকে গর্বিত করবেন সিঞ্চন।

Asansol: বাংলার মুখ উজ্জ্বল করলেন আসানসোলের সিঞ্চন, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
UPSC-তে কৃতী সিঞ্চন স্নিগ্ধ অধিকারী
Image Credit source: TV9 Bangla

Follow Us

আসানসোল: দেশের সর্বোচ্চ স্তরের সরকারি পরীক্ষা ইউপিএসসি (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন)-এ বাংলার নাম উজ্জ্বল করলেন সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন আসানসোলের সিঞ্চন। তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলের ইসমাইলে মাদার টেরিজা সরণিতে সিঞ্চনের বাড়িতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি (হীরাপুর) ঈপ্সিতা দত্ত। তাঁর সঙ্গে ছিলেন সার্কেল ইন্সপেক্টর অশোক সিনহা মহাপাত্র, হিরাপুর থানার অফিসার অজিত কুণ্ডু ও টাউন অফিসার রাজেশ ভট্টাচার্য।

এসিপি ঈপ্সিতা দত্ত বলেন, সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর এই কৃতিত্ব অবশ্যই খুব গর্বের। তাঁর বাড়ি হীরাপুর থানা এলাকায়। আমরা চাই আগামিদিনে কর্মক্ষেত্রে আরও ভাল কাজ করে দেশকে গর্বিত করবেন সিঞ্চন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা হাতে পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। তিনি বলেন, ‘খুব ভাল লাগছে। আমি আমার কর্মক্ষেত্রে ভাল কাজ করে চেষ্টা করব।’

আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। দ্বিতীয়বারের চেষ্টায় ২০২৪ সালের ইউপিএসসি-র আইএসএস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন তিনি।

Next Article