WMID: টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় প্রধান

Debabrata Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 16, 2024 | 11:21 AM

WMID: পাশাপাশি সেই গাছ বিক্রির টাকা গ্রাম পঞ্চায়েত অফিসে বসে নিচ্ছেন তিনি। অঞ্চল সভাপতিরে নেওয়া টাকা চলে গেল সচিবের পকেটে ।সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

WMID: টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় প্রধান
টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

পশ্চিম মেদিনীপুর:  টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ।  ঘটনা ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/১ অঞ্চলের। জানা গিয়েছে, ওই অঞ্চলের অষাড়ি থেকে রাধামোহনপুর পর্যন্ত রাস্তার দুইপাশে সরকারি গাছ লাগানো ছিল। আর সেই গাছের কোনরকম টেন্ডার না করিয়ে গাছ কেটে বিক্রির অভিযোগ ওঠে। রাধামোহনপুর ১১/১ অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি তথা প্রাক্রন প্রধান বিনোদ দে-র বিরুদ্ধে।

পাশাপাশি সেই গাছ বিক্রির টাকা গ্রাম পঞ্চায়েত অফিসে বসে নিচ্ছেন তিনি। অঞ্চল সভাপতিরে নেওয়া টাকা চলে গেল সচিবের পকেটে ।সেই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি তন্ময় দাসের অভিযোগ প্রধানমন্ত্রী গাছ লাগানোর কথা বলছেন আর তৃণমূল কংগ্রেসের রাজ্যে গাছ কেটে বিক্রি করছে । এটাই এদের রীতিনীতি নিয়ম সবকিছু । পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবেন যাতে দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হয় ।

যদি ওই বিষয়ে তৃণমূলের সমস্ত স্তরের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই এ বিষয়ে মুখ খুলতে নারাজ । আর অভিযুক্ত অঞ্চল সভাপতির ফোন সুইচ অফ ।

Next Article