কলকাতা: প্রসূতি মৃত্যুর পর ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্য়াল কলেজ। ওষুধ কেনাকেটায় বড় গরমিলের অভিযোগ। সরকার অনুমোদিত সংস্থার থেকে কেনা হয়নি অক্সিটোসিন। সরবরাহে ঘাটতি না থাকলেও কেন বাইরে থেকে কেন হল এই ওষুধ? প্রসবের পর প্রসূতির রক্তক্ষরণ বন্ধে গুরুত্বপূর্ণ ওষুধ এই অক্সিটোসিন। সেই ওষুধ কেনা নিয়েই স্বাস্থ্য ভবনের আতস কাচের তলায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
অভিযোগ, চলতি আর্থিক বছরে সরকার অনুমোদিত সংস্থার কাছ থেকে অক্সিটোসিন কেনেনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সেই ওষুধ কেনা নিয়েই স্বাস্থ্য ভবনের আতস কাচের তলায় হাসপাতাল। টিভি নাইন বাংলার হাতে বিস্ফোরক প্রামাণ্য নথি।
অক্সিটোসিনে সরকারি বরাতপ্রাপ্ত সংস্থা হল কর্নাটক অ্যান্টিবায়োটিকস। এটি GOVERNMENT OF INDIA’র UNDERTAKING একটি সংস্থা। সূত্রের খবর, রাজ্য সরকার অনুমোদিত সংস্থাকে এড়িয়ে ২০২৪-২৫ আর্থিক বছরে কোলে মেডিক্যাল এজেন্সি, মধুসূদন মেডিক্যাল এজেন্সির কাছ থেকে লাখ লাখ টাকার অক্সিটোসিন কিনেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সরবরাহে ঘাটতি না থাকলেও কেন বাইরে থেকে ওষুধ কেনার প্রবণতা? উঠছে প্রশ্ন।
একইসঙ্গে অক্সিটোসিন সংরক্ষণ নিয়েও মেদিনীপুরে বড় গলদ ধরল রাজ্য ড্রাগ কন্ট্রোল। ২-৮ ডিগ্রি তাপমাত্রায় অক্সিটোসিন সংরক্ষণের নিয়ম। অভিযোগ, সেই নিয়ম মানাই হয়নি মেদিনীপুর মেডিক্যাল কলেজে! তা নিয়েও চলছে চাপানউতোর।