মেদিনীপুর: বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও আরও ১৫ জন সিপিএম কর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করল পুলিশ। সরকারি দফতরের বাইরে বিক্ষোভ দেখানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তবে মামলা করে যে দমিয়ে রাখা যাবে না, সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন আন্দোলনকারী বাম সমর্থকেরা।
স্যালাইন-কাণ্ডে প্রসূতি মৃত্যুর জেরে মেদিনীপুর মেডিক্যাল কলেজের সামনে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। গত কয়েকদিন ধরে চলে বিক্ষোভ। শুধু হাসপাতালের সামনে নয়, তাঁরা বিক্ষোভ দেখান জেলাশাসকের দফতরের সামনেও। এরপরই ১৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
জেলাশাসকের কার্যালয়ের সামনে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল সেই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বাম কর্মী সমর্থকদের। আর তারপরই পুলিশ জামিন অযোগ্য সহ বেশ কতকগুলি ধারায় অভিযোগ দায়ের করেছে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, বেআইনিভাবে জমায়ে করা, সরকারি কর্মীকে গুরুতরভাবে আঘাত করার মতো বেশ কতগুলি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ১৮৯(২), ২২১, ১০৯, ১২১(২), ৩২৪(৩), ৩৫১(২), ১৩২ ধারায় মামলা দায়ের হয়েছে।
মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “এভাবে মামলা করে বিক্ষোভ আটকানো যাবে না। এরপর ৫ লক্ষ লোক রাস্তায় নামবে।” উল্লেখ্য, মেদিনীপুরে এক প্রসূতির মৃত্যুতে প্রথমে অভিযোগ ওঠে। পরে একে একে অসুস্থ হয়ে পড়েন একাধিক প্রসূতি। বর্তমানে এসএসকেএমে চিকিৎসা চলছে তাঁদের।