Dev Adhikari: দেব ‘নিখোঁজ’, পৌর এলাকায় পোস্টারিং বিজেপি-র
Dev Adhikari: পোস্টারে কোথাও লেখা রয়েছে, 'নিখোঁজ ঘাটালে সাংসদ দেব', আবার কোথাও লেখা রয়েছে, 'ভোটের সময় প্রতিশ্রুতি ঘাটাল মাস্টারপ্ল্যানের। ভোট শেষ হলেই ঘাটাল মাস্টারপ্ল্যানে সেই কথা ভুলে যাচ্ছেন।' কোথাও আবার লেখা, 'সামনেই লোকসভা ভোট তাই আবার ঘাটালবাসীর আবেগ নিয়ে খেলতে বন্যার জলে পাগলু ডান্স করতে আসছেন তিনি'।

ঘাটাল: জল থইথই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। ডুবেছে একাধিক এলাকা। চাষবাসে ব্যাপক ক্ষতি। এই অবস্থায় রবিবার ঘাটালে বন্যা পরিদর্শনে আসছেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী। এ দিকে, দেব আসার আগেই তাঁর বিরুদ্ধে ‘নিখোঁজ’ পোস্টার লাগানোর অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে।
পোস্টারে কোথাও লেখা রয়েছে, ‘নিখোঁজ ঘাটালে সাংসদ দেব’, আবার কোথাও লেখা রয়েছে, ‘ভোটের সময় প্রতিশ্রুতি ঘাটাল মাস্টারপ্ল্যানের। ভোট শেষ হলেই ঘাটাল মাস্টারপ্ল্যানে সেই কথা ভুলে যাচ্ছেন।’ কোথাও আবার লেখা, ‘সামনেই লোকসভা ভোট তাই আবার ঘাটালবাসীর আবেগ নিয়ে খেলতে বন্যার জলে পাগলু ডান্স করতে আসছেন তিনি’।
এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তীব্রভাবে কটাক্ষ করেছেন সাংসদ দীপক অধিকারীকে। তিনি বলেন, “দীর্ঘ ১০ বছরে আমাদের লোকসভার সাংসদকে বন্যার সময় দেখতে পাই। বাকি ঘাটালের মানুষের উন্নতি নিয়ে কোনও চিন্তাভাবনা নেই। উনি এই ভাবেই ভেবেছেন হয়ত মাস্টারপ্ল্যান হয়ে যাবে।তাই এখন মানুষও বলছেন উনি নিখোঁজ।” পাল্টা শীতল কপাট তথা বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের নেতা শঙ্কর দোলই। বলেন, “”বিজেপি কখনই তাঁদের স্বভাব থেকে বেরিয়ে আসবে না। প্রাকৃতিক দুর্যোগের জন্য বন্যা হচ্ছে। এই সময় আমাদের প্রত্যেক জনপ্রতিনিধি প্রতিনিধি মানুষকে উদ্ধার করতে ব্যস্ত। আর ওরা রাজনীতি করছে।”





