Ghatal Court: ৫০০ টাকার লোভ দেখিয়ে নাবালিকাকে শ্লীলতাহানি, কড়া শাস্তি দিল কোর্ট
Ghatal Court: ঘটনাটি ঘটেছে ২০১৮ সালের ৩রা এপ্রিল। সকালে দাসপুর থানার সিংহচক গ্রামের বাসিন্দা জোৎভগবান হাই স্কুলে ছাত্রী টিউশনি পড়তে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় নাবালিকা ছাত্রীকে পাঁচশো টাকার প্রলোভন দেখিয়ে জোৎভগবান হাই সস্কুলের পাঁচিলের পাশে যৌন নিগ্রহ সহ শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ।
ঘাটাল: নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। সেই ঘটনায় সাত বছর পর সাজা শোনাল ঘাটাল মহকুমা আদালত। দোষীকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা ফাইন করা হয়েছে। অনাদায়ে আরও দুবছরের সশ্রম কারাদণ্ড।
ঘটনাটি ঘটেছে ২০১৮ সালের ৩রা এপ্রিল। সকালে দাসপুর থানার সিংহচক গ্রামের বাসিন্দা জোৎভগবান হাই স্কুলে ছাত্রী টিউশনি পড়তে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় নাবালিকা ছাত্রীকে পাঁচশো টাকার প্রলোভন দেখিয়ে জোৎভগবান হাই সস্কুলের পাঁচিলের পাশে যৌন নিগ্রহ সহ শ্লীলতাহানির অভিযোগ ওঠে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে দাসপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত।
এই ঘটনায় পক্স আইনের একাধিক ধারায় মানলা হয়। ধৃতকে আজ ঘাটাল আদালতে তোলা হলে আদালত চার বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা ফাইন করে। অনাদায়ে আরও দুবছরের সশ্রম কারাদণ্ড। এরপর বৃহস্পতিবার ঘাটাল মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ ময়ূর মুখোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। এমনটাই জানিয়েছে ঘাটাল মহকুমা আদালতের সরকার পক্ষের আইনজীবী মনোরঞ্জন মণ্ডল।