পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে হামলা পাল্টা হামলার অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪-৫ জন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনন্দপুর থানার কেশপুর ব্লকের অঞ্চল সভাপতি বিশ্বজিৎ বরদোলুইয়ের সঙ্গে কেশপুর ব্লকের সভাপতি উত্তম ত্রিপাঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। এলাকা দখল ঘিরে দু’পক্ষের মধ্যে মূলত বিবাদ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মাঝেমধ্যেই দু’পক্ষের অনুগামীরা নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান। এই ঝামেলার সূত্রপাত সোমবার সন্ধ্যায়।
একশো দিনের কাজে টাকা না পাওয়ার প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কোন এলাকা থেকে কত জন তৃণমূল কর্মী সমর্থক, কার অনুগামী সেই কর্মসূচিতে অংশ নেবেন, তা নিয়ে মূলত দু’পক্ষের বিবাদ। সোমবার সন্ধ্যাতেও ঝামেলায় জড়ান দু’পক্ষ। আহত হয়েছেন ক’জন। সেই সময় স্থানীয় তৃণমূল নেতৃত্বের মধ্যস্থতায় ঝামেলায় মিটে যায়। কিন্তু মঙ্গলবার সকাল থেকে ফের উত্তেজনা ছড়ায়। আবারও দু’পক্ষ সংঘর্ষে জড়ায়।
লাঠি, লোহার রড নিয়ে দু’পক্ষ একের অপরের ওপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আহতরা। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন। স্থানীয় কোনও তৃণমূল নেতৃত্ব এই নিয়ে মন্তব্য করতে চাননি।