Dilip Ghosh: ‘বাপ তুলে কেন কথা বলছেন?’ প্রশ্ন মহিলাদের, ‘চোদ্দপুরুষ তুলব, বেশি ন্যাকামি করবে না’, পাল্টা রেগে লাল দিলীপ
Dilip Ghosh: এদিন খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডে ভবানীপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে দেন এলাকার মহিলারা। তাঁদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন প্রাক্তন বিজেপি সাংসদ।

খড়গপুর: খড়গপুরে ক্ষোভের মুখে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি নেতাকে ধরে তুমুল বিক্ষোভ মহিলাদের। কিছু সময়ের মধ্যে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আগে জল, পড়ে রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাতে দেখা যায় এলাকার মহিলাদের। বিক্ষুব্ধ মহিলাদের সঙ্গে বাদানুবাদেও জড়াতে দেখা যায় দিলীপকে। চাপানউতোরের মধ্যেই সবটাই তৃণমূলের চক্রান্ত বলে দাবি বিজেপির। দিলীপও বলে উঠলেন, এরা সব তৃণমূল!
এদিন খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডে ভবানীপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে দেন এলাকার মহিলারা। তাঁদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন প্রাক্তন বিজেপি সাংসদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাস্তা উদ্বোধন না করেই তিনি ফিরে আসেন। বিক্ষুব্ধ মহিলাদের প্রশ্ন, দিলীপ ঘোষ এখন আর সাংসদও নন, বিধায়কও নন, তাহলে কোন ক্ষমতা বলে তিনি রাস্তার উদ্বোধন করতে এসেছেন? ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে বিস্তর চাপানউতোরও শুরু হয়েছে।
একজন, দু’জন নয়, দিলীপকে দেখেই একাধিক মহিলাকে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায়। মহিলাদের রণংদেহি মেজাজের সামনে পাল্টা সুর চড়ান দিলীপও। সাফ বলেন, “টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়। ভিখারি পার্টি নয়। আমি টাকা দিয়ে বানিয়েছি।” তাতেই যেন আগুন ঘি পড়ে। পাল্টা একজন তো দিলীপকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বাপ তুলে কেন কথা বলছেন? পাল্টা দিলীপও বলেন, “চোদ্দুপুরুষ তুলব। বেশি ন্যাকামি করবে না।” এরইমধ্যে সাংবাদ মাধ্যমের সামনেও ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। ক্ষোভের সঙ্গেই একজন বলেন, “উনি বাপ তুলে কথা বলছেন। উনি এতদিন কোথায় ছিলেন?”





